Connect with us
ক্রিকেট

ঢাকা টেস্টে প্রথম ক্রিকেটার হিসবে নয়া ইতিহাসের সামনে মুশফিক

Mushfiqur Rahim
ঢাকা টেস্টে প্রথম ক্রিকেটার হিসবে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে মুশফিক। ছবি- সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ব্যাট হাতে ভালো অবদান রেখেছিল টাইগার ডিপেন্ডেবল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আগামীকাল ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম।

বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই সবচেয়ে বেশি ম্যাচ খেলে থাকে বাংলাদেশ। তাই এই ভেন্যুতে অনেক রেকর্ডও রয়েছে টাইগারদের। এবার এই ভেন্যুতে প্রথম ক্রিকেটার হিসেবে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক।

মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে একক ভেন্যুতে তিন ফরম্যাট মিলিয়ে ৪ হাজার রান পূর্ণ করেছিলেন অনেক আগেই। এবার প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করে নতুন মাইলফলক ছুতে যাচ্ছেন মি. ডিপেন্ডেবল। নতুন এই মাইলফলক ছোয়া থেকে আর মাত্র ৮৮ রান দূরে মুশফিকুর রহিম।

পূর্বে আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোন ভেন্যুতে সবচেয়ে বেশি রান ছিলো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের, যা ২০১৬ সালেই সাকিব আল হাসান। ২০১৮ সালে শেরেবাংলা স্টেডিয়ামে ৪ হাজার রান পূর্ণ করেন সাকিব যা পরবর্তীতে এক এক করে ভেঙে দেন তামিম ও মুশফিক। বর্তমানে এই ভেন্যুতে সবচেয়ে বেশি রান মুশফিকের। তিন ফরম্যাটে ১৫৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪৯১২ রান করেছেন মুশফিক।

আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শেরেবাংলা স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮৮ রান করলেই প্রথম ক্রিকেটার হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাবেক এই টেস্ট অধিনায়ক।

 

আরও পড়ুন: নাসুম ইস্যুতে প্রশ্ন, রেগে গেলেন হাথুরুসিংহে

ক্রিফোস্পোর্টস/০৫ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট