২০২৪ সালের সমাপ্তি ঘটিয়ে ইতোমধ্যে নতুন বছরের সূচনা হয়ে গেছে। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে কোন ব্যস্ততা আসেনি বাংলাদেশ ক্রিকেটে। মাসখানেক টাইগার ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের একাদশ আসর নিয়ে। তবে বছরের প্রথম দিনেই যেন আইসিসি থেকে সুখবর পেলেন একাধিক টাইগার ক্রিকেটার।
নতুন বছরের প্রথম দিন (গতকাল মধ্যরাতে) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। যেখানে টেস্ট ক্রিকেটের নতুন র্যাঙ্কিং অনুযায়ী নিজেদের অবস্থানের উন্নতি ঘটিয়েছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। অপরদিকে একাধিক ক্রিকেটার পেয়েছেন দুঃসংবাদ।
সাদা পোশাকের ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। টেস্ট ক্রিকেটে মুশফিক এখন রয়েছেন ব্যাটারদের মধ্যে ৩২ নম্বর অবস্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৩। এছাড়া ৫৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের মধ্যে ৩৫ নম্বরে আছেন লিটন দাস। ক্রিকেটের রাজকীয় এই সংস্করণে ২০২৪ সাল মোটামুটি ভালো কেটেছে এই দুই টাইগার ক্রিকেটারের।
সদ্য শেষ হওয়া ২০২৪ সালে লিটন ও মুশফিক টেস্ট ক্রিকেটে সংগ্রহ করেছেন যথাক্রমে ৩৯৪ ও ৩৩১ রান। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গত বছর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১৩৮ রানের দারুণ এক ইনিংস খেলেন লিটন। তবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চার ইনিংসে কেবল ৮৮ রান সংগ্রহ করেন তিনি। এমনকি এর আগে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে খেলেও তেমন চোখে পড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি লিটন।
আরও পড়ুন:
» ভারতীয় ক্রিকেটারকে ‘মিথ্যাবাদী’ বললেন নিজ দেশের সাবেক
» এত কম সময়ে সবকিছু সংস্কার সম্ভব নয় : বিসিবি সভাপতি
এদিকে লিটনের মত মুশফিকুর রহিমও দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে হয়েছিলেন ব্যর্থ। তবে পাকিস্তান সিরিজে খেলেন ১৯১ রানের ঝলমলে এক ইনিংস। অপরদিকে একাধিক টাইগার ক্রিকেটারের অবস্থানে ঘটেছে অবনতি। ভারত সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে অনানুষ্ঠানিক বিদায়ের পর এই ফরমেটের র্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন এই অলরাউন্ডার।
এছাড়া গেল বেশ কিছুদিন চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। আর এতে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন দুই ধাপ পিছিয়ে ৬২ নম্বরে অবস্থান করছেন তিনি। শান্তর মতো জাকের আলী অনিকও টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দুটি ফিফটি করেছেন জাকের।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/এফএএস