কিছুদিন আগেই সিলেটে তামিম ইকবালের সঙ্গে আলোচনায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়াতে তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিতে চায় ক্রিকেট বোর্ড। দেশ সেরা এই ওপেনার ব্যাটারকে লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে কিনা এই নিয়েছিল নানা জল্পনা-কল্পনা। তবে সকল ভাবনার অবসান ঘটিয়ে গতকাল রাতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছেন তামিম।
দেড় যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অবসান ঘটালেন খান সাহেব। নানা কারণে গেল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন এই টাইগার ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা থাকলেও তার অবসরের ঘোষণায় সেটা মিলিয়ে গেছে একেবারেই। তামিমের এমন পরিষ্কার বক্তব্যের পর তাকে নিয়ে বিদায়ী বার্তা দিয়েছেন দীর্ঘ দিনের ক্রিকেট দলের সতীর্থ এবং বন্ধু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে তামিমের সঙ্গে শেষ বার একসঙ্গে ব্যাট করা ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাপশনে লিখেছেন, ‘তামিম, দীর্ঘ এবং একটি আশ্চর্যজনক আন্তর্জাতিক ক্যারিয়ারে তোমার দুর্দান্ত অর্জনের জন্য অনেক অভিনন্দন। তুমি অনেক অর্জন করেছ এবং বাংলাদেশ দলের জন্য অনেক অবদান রেখেছ।’
তামিমের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে তিনি আরও লিখেন, ‘আমার মনে হয় বাংলাদেশ দলের হয়ে শেষবারের মতো আমরা একসঙ্গে ব্যাট করেছি। তোমার সাথে খেলা এবং মাঠে ও মাঠের বাইরে অনেক স্মৃতি ভাগ করে নেওয়াটা আনন্দের ছিল। আমি তোমার জন্য একটি সুন্দর অবসর কামনা করি এবং তোমার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই। তোমার ল্যাগেসি সর্বদা মনে রাখব।’
বন্ধু তামিমকে একজন বিশ্বমানের ব্যাটার এবং দেশের প্রতি নিবেদিত প্রাণ উল্লেখ করে মুশফিকুর রহিম তার ফেসবুক একাউন্টে করা পোস্টে লিখেছেন, ‘তোমার অবসরে, আমি শুধু বলতে চাই যে তুমি যা অর্জন করেছ তার জন্য আমি অনেক গর্বিত। বন্ধু, তুমি বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য দূত এবং একজন বিশ্বমানের ব্যাটার।’
মুশফিকুর রহিম তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘আমি সবসময় দুবাইয়ে আমাদের পার্টনারশিপের কথা মনে রাখব। বিশেষ করে যখন তুমি আহত আঙুল নিয়ে ব্যাট করেছিলে, এটি দেশের প্রতি তোমার নিবেদন এবং খেলার প্রতি আবেগকে স্পষ্ট করে। শুভ অবসর, দোস্ত। তোমাকে মাঠে মিস করব, তবে ক্রিকেটের মাধ্যমে এমন একজন দুর্দান্ত বন্ধু পেয়ে আমি কৃতজ্ঞ।’
আরও পড়ুন:
» নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচসহ আজকের খেলা (১১ জানুয়ারি ২৫)
» আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল
২০২৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো লাল সবুজের জার্সিতে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। সেটাই হয়ে রইল এই তারকা ওপেনারের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তিন ফরমেট মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলে তামিম ইকবাল করেছেন দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ হাজার ২৪৯ রান। তার পুরনো চাওয়া এক ফরমেটে দশ হাজার রানের মাইলফলক আর স্পর্শ করা হলো না।
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৫/এফএএস