Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ

Mahmudullah Riyad-Mushfiqur Rahim
আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অবনতি হয়েছে মুশফিক-মাহমুদউল্লাহর। ছবি- সংগৃহীত

বড় প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্টে শুরুর ছয় দিনের মাথায় বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচেই হতাশ করেছেন ব্যাটাররা। যার ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়েও। আইসিসির সবশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বড় অবনতি হয়েছে টাইগার ব্যাটারদের।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ব্যাটারদের তালিকায় বড় অবনতি হয়েছে দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়া মুশফিক ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চল্লিশের বাইরের চলে গেছেন। গত এক দশকের মধ্যে এই প্রথমবার শীর্ষ চল্লিশে জায়গা হয়নি এই তারা। ৯ ধাপ পিছিয়ে ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে অবস্থান করছেন মুশফিক। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ ম্যাচে ২ রান করেছেন এই এই উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন:

» মাহমুদউল্লাহ ছুটি কাটাতে গেছেন, মনে করেন ওয়াসিম আকরাম

» ৩০ বছরের অপেক্ষা ৪ দিনেই ম্লান, ক্ষোভ ও হতাশা পাকিস্তানে 

মুশফিকের পাশাপাশি অবনতির মুখ দেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ ধাপ পিছিয়ে মুশফিকের পরেই ৪৩ নম্বরে অবস্থান করছেন রিয়াদ। তার রেটিং পয়েন্ট ৫৪৮। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় ম্যাচ খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশ করেছেন এই তারকা। দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে এসে বাজে শট খেলে আউট হয়ে দায়িত্বহীনতার পরিচয় দেন এই অভিজ্ঞ ব্যাটার। তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৪ রান।

বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে ৭৭ রান করেছিলেন তিনি। তবুও র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তার। ২ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তার রেটিং পয়েন্ট ৫৯৩।

এছাড়া মেহেদি হাসান মিরাজ ৭ ধাপ পিছিয়ে ৭৫, লিটন দাস ৭ ধাপ পিছিয়ে ৭৮ এবং সৌম্য সরকার ৯ ধাপ পিছিয়ে ৮৪ নম্বরে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট