টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশের যুবারা। ফাইনালের বড় মঞ্চে শক্তিশালী ভারতে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা অর্জন করেছে যুবা টাইগাররা। যুবাদের এই কীর্তিতে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা।
এদিন অবশ্য বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার আগেই অভিনন্দন জানান মুশফিক। যুবা টাইগারদের প্রতি আস্থা রেখে মিনিট দশেক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন এই অভিজ্ঞ ক্রিকেটার। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, ‘এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের যুব দলকে অভিনন্দন। দারুণ খেলেছো ছেলেরা। মাশাআল্লাহ।’ আরেক সিনিয়র ক্রিকেটার তামিম অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এশিয়ার চ্যাম্পিয়ন।’
এদিকে শিরোপা জয়ের পরপরই যুবাদের অভিনন্দন জানান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন যুবারা। তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর।’
আরও পড়ুন:
» ভারতকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা জয়
» অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরে বড় দুঃসংবাদ পেল ভারত
বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ভারতকে হারিয়ে এশিয়ার সেরা বাংলার যুবদল। সেই জেতাতেই আনন্দ, যেখানে শক্তিশালী দলকে হারানো যায়। তামিম (আজিজুল হাকিম), ভাই আমার ভিন্নভাবে মনে থাকবে তোমার কথা। চ্যাম্পিয়ন হওয়ার স্বাদটুকু জানি, তাই চাই বিশ্ব-দরবারে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আসো তোমরা। উত্তরসূরিদের এই ভালো ফলাফল দেখে এতটুকু প্রত্যাশা রাখতেই পারি আমরা।’
জাতীয় দলের আরেক ক্রিকেটার পারভেজ হোসেন ইমন অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমাদেরকে আবারো গর্বিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া জয়ের জন্য অভিনন্দন। বহুদূর যেতে হবে আজিজুল হাকিম এবং তার দলকে।’
এছাড়া বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজসহ আরো অনেকেই যুবা টাইগারদের অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, আজ রবিবার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ১৯৮ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১৩৯ রান করে অলআউট হয়ে যায় ভারত। এতে ৫৯ রানের বড় ব্যবধানে জয় পায় আজিজুল হাকিম তামিমের দল।
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৪/বিটি