বিশ্ব ক্রিকেটে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এর মাঝে এমন অনেক রেকর্ড আছে যেটি কোনো ক্রিকেটারই তার নামের পাশে লেখাতে চাইবেন না। তবে না চাইতেও আজ ঢাকা টেস্টে হেরে এমনই এক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন মুশফিক।
আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ হারের রেকর্ড করেছেন এই উইকেটে কিপার ব্যাটসম্যান। এতোদিন রেকর্ডটি শচীন টেন্ডুলকারের দখলে ছিল। আজ নিউজিল্যান্ডের কাছে টেস্টে হেরে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের মালিক হয়েছেন মুশফিক।
শচীন তার দুই যুগের ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ৬৬৪ টি। এর মধ্যে হেরেছেন ২৫৬ ম্যাচে। অন্যদিকে মুশফিক তার দেড় যুগের ক্যারিয়ারে ৪৫৫ টি ম্যাচ খেলেছেন। শচিনের থেকে ২০৯টি ম্যাচ কম খেলেও এই রেকর্ডের মালিক এখন মুশফিক।
২০০৫ সালে অভিষেকের পর তিন সংস্করণে মুশফিক হেরেছেন ২৫৭ ম্যাচে। বিশ্ব ক্রিকেটে এতগুলো ম্যাচে হারের নজির আর কোনো ক্রিকেটারের নেই।
একটি কথা জানিয়ে রাখা ভাল, মুশফিক যখন তার ক্যারিয়ার শুরু করেছিল তখন বাংলাদেশ ক্রিকেট এতো সমৃদ্ধ ছিল না। একটি জয়ে জন্য টাইগারদের সুদীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। মুশফিক তার অভিষেকের প্রথম ৫ বছরে ১০৩ ম্যাচ খেলে ৬৮ ম্যাচে হারের স্বাদ পান।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে তামিমের পর সব থেকে বেশি আন্তর্জাতিক রানের মালিক মুশফিক। একইসাথে তিনি দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ জয়ের অংশীদার।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ জয়ের ব্যাপারে আগেই জানতেন মেসি!
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৩/এমএ