Connect with us
ক্রিকেট

২০টা পেইনকিলার নিয়ে খেলেছেন মুশফিক, বলছেন তার স্ত্রী

Mushfiqur Rahim
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করে ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এরপর থেকেই ভক্ত সমর্থক এবং সাবেক ও বর্তমান সতীর্থ ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এবার মুশফিককে নিয়ে পোস্ট করেছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট করেছেন মন্ডি। যেখানে তিনি দলের জন্য মুশফিকের নিবেদনের কথা তুলে ধরেছেন। টাইগার এই উইকেটরক্ষক ব্যাটারকে সৎ এবং পরিবারকেন্দ্রিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন তার স্ত্রী। যেখানে তিনি বলেছেন, ওযু না করে ব্যাট-বল স্পর্শ করতেন না মুশফিক। এমনকি খেলার আগে ২০টা পেনকিলার নিয়ে মাঠে নেমেছেন তিনি।

নিজের সেই ফেসবুক পোস্টে মুশফিকের স্ত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অন্ত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম! তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ।’

Mushfiqur Rahim and his wife

মুশফিক এবং তার স্ত্রী মন্ডি। ছবি- সংগৃহীত

খেলার প্রতি মুশফিকের নিবেদন নিয়ে মন্ডি বলেন, ‘নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ!’

মন্ডি আরও লিখেছেন, ‘এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি একজন পরিবারকেন্দ্রিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করুক।’

আরও পড়ুন:

» মুশফিককে কিংবদন্তি আখ্যা দিলেন লঙ্কান তারকা ক্রিকেটার

» অবসরের পর মাঠ থেকে গার্ড অব অনার পেলেন মুশফিক

‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ট। গোটা পৃথিবী যত খুশি নেতিবাচক কথাবার্তা বলুক। পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’– যোগ করেন মন্ডি।

উল্লেখ্য, সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। যেখানে প্রত্যাশা থাকলেও অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলের হয়ে বলার মত কিছুই করতে পারেননি মুশফিক। আর এতেই শুরু হয়েছিল সমালোচনা; উঠেছিল তার অবসরের প্রশ্ন। তবে আর কোন আলোচনার সুযোগ না দিয়ে গতকাল রাতেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন মুশফিক।

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট