Connect with us
ক্রিকেট

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম

Mushfiqur Rahim is ruled out of the Test series
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। আঙুলের চোটের কারণে অন্তত তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন এই উইকেটরক্ষক ব্যাটার। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, ‘আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় তিনি চোট পান।’

গতকাল (১৮ মার্চ) লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছেন মুশফিক। উইকেটকিপিংয়ের সময় তাসকিনের বল তালুবন্দি করতে গিয়ে আঙুলে আঘাত পান তিনি। এরপর মাঠেই তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়। চিকিৎসা নিয়ে ম্যাচের বাকী সময়ও কিপিং করেছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই অভিঙ্গ ব্যাটার।

ম্যাচ শেষে ঢাকায় এসে স্ক্যান করার পর তার আঙুলে চিড় ধরা পড়ে। এই ধরণের চোট থেকে সরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। এর ফলে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, ‘মুশফিক এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে তার সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।’

মুশফিকের পরিবর্তে নতুন কাউকে দলে ডাকবে বিসিবি। এক্ষেত্রে দলে সুযোগ পেতে পারেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

আগামী শুক্রবার (২২ মার্চ) সিলেটে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

আরও পড়ুন: টেস্টের আগে হাসারাঙ্গাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা 

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট