স্লেজিং বলতে বোঝায় খেলার মাঠে এক প্লেয়ার আরেক দলের অন্য প্লেয়ারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়। আধুনিক ক্রিকেটে স্লেজিং সচরাচরই হচ্ছে। এবার স্লেজিং নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কোহলি ক্রিজে থাকলে স্লেজিং নিয়ে ভয়ে থাকেন তিনি।
স্লেজিংয়ের ক্ষেত্রে পরিচিত মুখ ভিরাট কোহলি। প্রায় প্রতিটি ম্যাচেই স্লেজিং করেন। তার দ্বারা স্লেজিংয়ের শিকার হয়েছেন মুশফিকুর রহিমও। সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিক বলেন, ‘কোহলির বিপক্ষে যখনই খেলি সে আমাকে স্লেজিং করার চেষ্টা করে। কারণ সে অনেক আগ্রাসী মনোভাবের। আমি এসবের বিপক্ষে লড়ার মানসিকতা নিয়েই তাদের বিপক্ষে খেলতে পছন্দ করি।’
মুশফিকও উইকেটের পেছনে দাঁড়িয়ে কিছুক্ষণ পরপরই কথা বলতে থাকেন। কিন্তু তিনি কখনো কোহলিকে স্লেজিং করার সাহস দেখেননি। কারণ তিনি জানেন কোহলি কতটা আগ্রাসী মনোভাবের। তাকে স্লেজ করলে হয়তো আরো বেশি আগ্রাসী হয়ে ব্যাটিং করবে এবং আরো বেশি রান করবে। তাই তিনি স্লেজিং না করে বোলারদের দ্রুত উইকেট তুলে নেয়ার জন্য উৎসাহ দিতে থাকেন।
আধুনিক ক্রিকেটে স্লেজিং কৌশল হিসেবে কাজ করে। অনেক সময় প্লেয়াররা প্রতিপক্ষের স্লেজিং হজম করতে না পেরে মেজাজ ও মনোযোগ দুটোই হারিয়ে ফেলেন। ফলে ব্যাটাররা উইকেট দিয়ে আসেন অথবা বোলার হলে তাদের লাইন বা লেন্থ নষ্ট হয়ে যায়। আবার অনেকে স্লেজিংকে পাত্তা না দিয়ে চুপ হয়ে থাকেন।
আরও পড়ুন: যে কারণে নিজের হাফসেঞ্চুরির ইনিংসকে ‘মূল্যহীন’ বলছেন তামিম
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৩/এমটি/এজে