
দীর্ঘ প্রায় দুই দশক বাংলাদেশের ক্রিকেটে অতিবাহিত করেছেন মুশফিকুর রহিম। এবার নিজের ক্যারিয়ারের শেষের পথে আছেন এই টাইগার উইকেটরক্ষক। এর আগে টি-টোয়েন্টি ফরমেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এবার ওয়ানডে ফরমেট থেকেও নিজের অবসর ঘোষণা করেছেন মুশফিক।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল একাউন্টে এক স্ট্যাটাস দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম। এরপর থেকেই ভক্ত সমর্থক ও সতীর্থ ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এবার মাঠ থেকে পেলেন গার্ড অব অনার।
আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রয়েছে মুশফিকের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা। এদিন খেলা শুরুর আগে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের সতীর্থদের পক্ষ হতে তাকে দেয়া হয়েছে গার্ড অব অনার। উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররাও।
আরও পড়ুন:
» তামিমের আবেগঘন বার্তা, মুশফিকের কাছে একটাই চাওয়া
» রিয়াল-ম্যানসিটির ম্যাচসহ আজকের খেলা (৬ মার্চ ২৫)
ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৫/এফএএস
