Connect with us
ক্রিকেট

কোরআনের আয়াত লিখে ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিক

Mushfiqur
২৭৪টি ওয়ানডে ম্যাচে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৭৭৯৫ রান মুশফিকের

‘ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিলু মান তাশা’ এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন।’ পবিত্র কুরআনের এই আয়াতটি লিখে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নানান সমালোচনার পর আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অবসরের ঘোষণা দেন এই উইকেট কিপার ব্যাটার।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড পেইজে তিনি লিখেছেন, ‘আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে, তবে একটি বিষয় নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সাথে ১০০ ভাগের বেশি দিয়েছি।’


আরও পড়ুন:

» ব্যর্থ মিলারের ঝড়ো ইনিংস, ১৬ বছর পর ফাইনালে নিউজিল্যান্ড

» বিসিবির প্রস্তাবিত চুক্তিতে ২২ জন, ৫ ক্যাটাগরিতে আছেন কারা?


এরপর মুশি লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি।’

অবসরের সিদ্ধান্তের ঘোষণায় পবিত্র কোরআনের একটি আয়াতও উদ্ধৃ্ত করেছেন মুশফিক, ‘ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিলু মান তাশা”– এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন।’

ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। ২০২২ সালে তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন।

২০০৬ সালে প্রথম ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। ১৯ বছরে ২৭৪ ম্যাচে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে করেছেন মোট ৭৭৯৫ রান। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কও ছিলেন।

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট