
দীর্ঘ দুই দশকের ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছেন মুশফিকুর রহিম। গেল ৫ মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্ট শেয়ার করে নিজের অবসর ঘোষণা করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর থেকে ভক্ত সমর্থক ও সতীর্থ ক্রিকেটারদের ভালবাসায় সিক্ত হয়েছেন মুশফিক।
এবার আনুষ্ঠানিকভাবে এই টাইগার ক্রিকেটারকে বিদায়ী সংবর্ধনা দেয়ার কথা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। আজ শনিবার (৮ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যেখানে তিনি জানিয়েছেন মুশফিককে বিদায় জানানোর পরিকল্পনার কথা।
বিসিবি প্রধান বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’
আরও পড়ুন:
» ৬০ দলের অধিনায়ককে শপথ বাক্য পাঠ করালেন শান্ত
» বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সময়সূচি প্রকাশ
উল্লেখ্য, আগেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার ওয়ানডে ক্রিকেটকেও জানালেন বিদায়। অবশ্য এখনও সাদা পোশাকে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। তামিমের চাওয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট ম্যাচ খেলুক মুশফিক।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৫/এফএএস
