Connect with us
ক্রিকেট

বিপিএলে যে রেকর্ড ভুলে যেতে চাইবেন মুশফিক

Mohammad Musfik Hasan
মোহাম্মদ মুশফিক হাসান। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মোহাম্মদ মুশফিক হাসান। বল হাতে ভালো সময় পার করছিলেন এই ডানহাতি পেসার। চলতি আসরে ৪ ইনিংসে ৬টি উইকেট শিকার করেছেন তিনি। তবে এবার এক লজ্জাজনক রেকর্ডের তালিকায় নিজের নাম লেখালেন এই তরুণ পেসার।

আজ (সোমবার) প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৮৫ রান সংগ্রহ করেছে রংপুর।

এই ম্যাচে চার ওভার বল করে ৭২ রান দিয়েছেন মুশফিক। বিপিএলের ইতিহাসে চার ওভারের স্পেলে এটাই সর্বোচ্চ।

এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন একসময়ে জাতীয় দলের পরিচিত মুখ আল আমিন হোসেন। চলতি আসরেই কুমিল্লার বিপক্ষে ৪ ওভারে ৬৯ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে খরুচে স্পেল ডার্বিশায়ারের বোলার ম্যাককির্নানের দখলে। ২০২২ সালে সামারসেটের বিপক্ষে ৪ ওভারে ৮২ রান দিয়েছেন এই ক্রিকেটার। টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলারের দিক থেকে এখন যৌথভাবে অষ্টম স্থানে মুশফিক।

আরও পড়ুন: বিপিএল নিয়ে হাথুরুর মন্তব্য, যা বললেন বিসিবি সভাপতি 

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট