পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম দিনে স্বাগতিকদের দেয়া ৩০ রানের সহজ লক্ষ্য বিনা উইকেটে টপকে যায় টাইগাররা। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাওয়া প্রথম টেস্ট জয়। ম্যাচসেরার পুরস্কার ওঠে মুশফিকুর রহিমের হাতে।
ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। ডাবল সেঞ্চুরি হাত ছাড়া করলেও তার এই বিশাল ইনিংসের কল্যাণেই প্রথম ইনিংস শেষে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। আর শেষ দিনে সাকিব-মিরাজের ঘূর্ণিতে মাত্র ১৪৬ রানে স্বাগতিকদের অলআউট করে জয়ের পথ সুগম করে টাইগাররা।
ম্যাচজয়ী ১৯১ রানের সুবাদে ম্যাচসেরার পুরস্কার ৩ লাখ রুপি ওঠে মুশফিকুর রহিমের হাতে। কিন্তু এই অর্থ বন্যার্তদের জন্য দিয়ে দেয়ার কথা বলে দৃষ্টান্ত স্থাপন করলেন ঐতিহাসিক টেস্ট জয়ের এই নায়ক। ম্যাচসেরা হয়ে মুশফিক জানান, ‘ম্যাচসেরায় পাওয়া এই অর্থ আমি দেশের বন্যার্তদের জন্য দিতে চাই। দেশের মানুষের প্রতি অনুরোধ, আপনারাও বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।’
মূলত মুশির ১৯১ রানের ইনিংসের সুবাদেই পাকিস্তানের ৪৪৮ রানের পাহাড় টপকিয়ে বড় লিড নিতে সমর্থ হয় টাইগাররা। আর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের ভীত নাড়িয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তাই মিরাজ সেরা বোলারের পুরস্কার জেতেন আর মুশফিক হন ম্যান অব দ্যা ম্যাচ।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৩০ তারিখ থেকে।
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এমএস