Connect with us
ক্রিকেট

পাকিস্তানে মুশফিকের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশ দলে স্বস্তি

Crifo Mushi 100
পাকিস্তানে মুশফিকের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশ দলে স্বস্তি। ছবি- ক্রিকইনফো

নানান সংকটে দোদুল্যমান ক্রিকেটে যেন স্বস্তি ফেরালেন মুশফিকুর রহিম। এর আগে সাদমান ইসলাম ও লিটন দাসের ছন্দময় ব্যাটিংও দিয়েছিলো সাহসের খোরাক। সেখানে স্বস্তি এনে দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। রাওয়ালপিন্ডিতে পেয়েছেন নিজের ক্যারিয়ারের ১১তম শতক। তবে পাকিস্তানের মাটিতে এটা মুশফিকের প্রথম শতক।

প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ডিক্লেয়ার করে স্বাগতিক পাকিস্তান। বিশাল রান তাড়া করতে নেমে শুরুতে বাংলাদেশ দল ব্যাকফুটে থাকলেও ৩ ব্যাটারের হাফ সেঞ্চুরিসহ মুশফিকুর রহিমের শতকে এখন চালকের আসনে টিম টাইগাররা।

চতুর্থদিন নিজের শতক পূর্ণ করতে মুশফিক খেলেন ২০০ ডেলিভারি। এবারই পাকিস্তানের মাটিত প্রথমবারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। আর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। এর আগে পাকিস্তানের মাটিতে হাবিবুল বাশার করাচি টেস্টে করেছিলেন ১০৮ রান এবং জাভেদ ওমর বেলিম পেশোয়ারে করেছিলেন ১১৯ রান।

আরও পড়ুন:

» নতুন মৌসুমে মাঠে দেখা যাবে না জামাল ভূঁইয়াকে?

» এমন ঐক্যবদ্ধ বাংলাদেশই দেখতে চান তামিম

চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও পাকিস্তানের চেয়ে ৫৯ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। হাতে আছে ৪ উইকেট। দিনের বাকি দুই সেশন খেলতে পারলে লিডের সম্ভাবনা থাকছেই। মুশফিক অপরাজিত আছেন ১০১ রানে এবং মেহেদী হাসান মিরাজ ১৭ রানে।

প্রথম দিনের খেলা বৃষ্টি বাধায় শুরু হতে দেরি হওয়ায় ম্যাচের ফলাফল ড্র এর দিকেই এগিয়ে যাচ্ছে যা বাংলাদেশের জন্য কোন ভাবেই কম প্রাপ্তি নয়।

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/এএস/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট