Connect with us
ক্রিকেট

সাকিবকে নিয়ে মুশফিকের বার্তা, আমরা সবসময় পাশে আছি বন্ধু

Shakib-Mushfiq
সাকিবের বিরুদ্ধে তোলা অভিযোগে অসমর্থন জানিয়েছেন মুশফিক। ছবি- সংগৃহীত

ইতিহাসের প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নিয়ে এক নতুন কীর্তি গড়েছেন তিনি। বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ডে নাম লিখিয়েছেন এই তারকা। বর্তমানে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৭০৭।

মাঠে নতুন নতুন কীর্তি গড়ে চললেও মাঠের বাইরে বেশ আলোচিত সাকিব। সম্প্রতি হত্যা মামলায় জড়িয়েছে তার নাম। যার প্রেক্ষিতে তাকে জাতীয় দল থেকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর ফলে ক্রিকেটপাড়ায় বেশ আলোচনা-সমালোচনা চলছে।

তবে এমন খারাপ সময়ে জাতীয় দলের সতীর্থদের পাশে পেয়েছেন সাকিব। তার নামে গঠিত মামলায় অসমর্থন জানিয়েছেন শরিফুল-মুমিনুলসহ অনেকেই। এবার আরেক সতীর্থ মুশফিকুর রহিমকেও পাশে পেলেন এই তারকা।

সাকিবের বিরুদ্ধে তোলা সকল অভিযোগে অসমর্থন জানিয়েছেন মুশফিক। একই সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ায় সাকিবকে অভিনন্দনও জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন:

» সাফ অনূর্ধ্ব-২০: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

» বন্যার্তদের সহায়তায় নিজের পুরস্কারের অর্থ দিয়ে দিলেন লিটন 

আজ সোমবার (২৬ আগস্ট) মুশফিক তার অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, ‘সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত।’

‘একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) সাকিব আল হাসানকে আসামি করে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি করা হয় তাকে। এছাড়া এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ১৬৫ জনকে আসামি করা হয়েছে যেখানে ২৮ নম্বর আসামি সাকিব।

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট