Connect with us
ক্রিকেট

বাংলাদেশের নতুন স্পিন কোচ কে এই মুশতাক আহমেদ

মুশতাক আহমেদ। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছে নতুন নাম৷ রঙ্গনা হেরাথের রেখে যাওয়া দায়িত্বে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার মুশতাক আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ দিয়ে শুরু হবে মুশতাক আহমেদের কোচিং ক্যারিয়ারের বাংলাদেশ পর্ব।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্ম নেওয়া মুশতাক আহমেদের স্পিন বোলিং কোচ হওয়ার অভিজ্ঞতা অবশ্য বেশ পুরনো৷ ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়ন্সশিপে দীর্ঘদিন খেলার কারণে ইংল্যান্ড ক্রিকেটের নাড়িনক্ষত্র তাঁর ভালোই চেনা৷ ফলে তাঁকে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি)। ২০০৮-২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে ২০১২ সালে ‘সারে’ কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথেও স্পিন বোলিং নিয়ে কাজ করেন মুশতাক আহমেদ৷

Mushtaq Ahmed as England spin coach

ইংল্যান্ড স্পিন কোচের দায়িত্বে মুশতাক আহমেদ। ছবি- ইএসপিএন

২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত তিনি পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন৷ এরপর ২০১৬ সালেই আবার পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব পান৷ তবে এরপর ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত যোগ দেন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে। পুনরায় পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০২০-২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এই কিংবদন্তী লেগি।

খেলোয়াড় হিসেবেও মুশতাক আহমেদ ছিলেন ভীষণ জনপ্রিয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ৩০৯ ম্যাচ৷ এর মধ্যে উইকেট তুলেছেন ১৪০৯টি৷ শুধু ৫ উইকেট তুলেছেন ১০৯ বার৷ ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলার সময় টানা পাঁচ মৌসুমে সেরা উইকেট শিকারী বোলার হন তিনি।

Mushtaq Ahmed in 1996 against England odi match

১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুশতাক। ছবি- ইএসপিএন

আর্ন্তজাতিক ক্যারিয়ারেও বল হাতে ভীষণ উজ্জ্বল ছিলেন তিনি৷ ৫২ টেস্টে নিয়েছেন ১৮৫ উইকেট। এর মধ্যে পাঁচ উইকেট পেয়েছেন ১০ বার৷ ওয়ানডে ক্রিকেটে ১৪৪ ম্যাচে নিয়েছেন ১৬১ উইকেট। একটিমাত্র পাঁচ উইকেট রয়েছে তাঁর ওয়ানডে ক্যারিয়ারে৷ ১৯৯৬ সালে ‘সাহারা ফ্রেন্ডশিপ কাপে’ ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৩৬ রান খরচায় ৫ উইকেট তুলেন মুশতাক আহমেদ। যা ছিল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার৷ পাকিস্তানও ৩-২ ব্যবধানে জিতে নেয় সিরিজটি৷

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে কে কার মুখোমুখি

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৪/টিএইচ/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট