Connect with us
ক্রিকেট

মুশফিকের ইমামতিতে মোশতাক-রিয়াদ-মিরাজদের নামাজ আদায়

Namaj Bd team
মুশফিক নামাজের ইমামতি করছেন।

ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিকাল তিনটায় মুখোমুখি হবে দুই দল। এর আগে নিজেদের গা গরম করে নিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। সেই গা গরমের ফাঁকে বাংলাদেশের ক্রিকেটারদের নামাজ আদায়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

গতকাল নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তান স্বাগতিক হলেও ভারত যেতে রাজি হয়নি। তাই ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইয়ে। সেই হিসাবে বাংলাদেশও প্রথম ম্যাচ খেলার জন্য সেখানে অবস্থান করছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্র্যাকটিসের ফাঁকে নামাজ আদায় করেন বাংলাদেশের ক্রিকেটার ও কোচিং স্টাফের কেউ কেউ। ওই ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম নামাজের ইমামতি করছেন।


আরও পড়ুন:

» বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশ প্রকাশ!

» দুবাইয়ে শান্তদের সঙ্গে তামিম, জানালেন শুভকামনা


ক্রিকেটারদের মধ্যে সেখানে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ। নামাজের কাতারে কোচিং স্টাফের মধ্যে থেকে ছিলেন স্পিন কোচ মোশতাক আহমেদ। নির্বাচকদের মধ্যে ছিলেন আব্দুর রাজ্জাক। এছাড়া আরও দুজন নামাজে শামিল হয়েছিলেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারানোর মন্ত্র নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে শান্তবাহিনী।

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট