দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর। চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি ভেন্যু হিসেবে থাকছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ শিবিরে যোগ দিচ্ছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকায় ফিরবেন পাকিস্তানের এই কিংবদন্তি স্পিনার। দেশের একটি অনলাইন গণমাধ্যমকে মুশতাক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বিপিএলে আর ২টি ম্যাচ বাকি রয়েছে। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চারটি দল। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ক্রিকেটারদের অনেকে আজ থেকে শারীরিক অনুশীলন শুরু করেছেন।
আরও পড়ুন:
» বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হচ্ছে না সাকিবের, থাকছেন কারা?
» রোনালদোর চোখে ইতিহাসের সেরা ফুটবলার যিনি
আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে বিপিএলের পর্দা নামবে। পরদিন ৮ তারিখ থেকে মিরপুর শের-ই বাংলায় শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। টাইগারদের এই প্রস্তুতি ক্যাম্পে মিরাজ-রিশাদ-নাসুমদের দায়িত্বে দেখা যাবে মুশতাক আহমেদকে।
এই পাকিস্তানি কোচের অধীনে দ্বিতীয়বারের মতো কোনো আইসিসি ইভেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বিভাগের দায়িত্বে ছিলেন মুশতাক। তার অধীনে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন।
মুশতাক ছাড়া প্রধান কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ অন্যান্য কোচরাও থাকবেন এই প্রস্তুতি ক্যাম্পে। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে টিম টাইগার্স।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পরদিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি একই মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৫/বিটি