Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে চান মুশতাক

Mushtaq wants to work with Bangladesh in the long term
টাইগার অধিনায়ক শান্তর সঙ্গে মুশতাক আহমেদ। ছবি- সংগৃহীত

গত বছরের এপ্রিলে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পান মুশতাক আহমেদ। চুক্তি অনুযায়ী গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই টাইগারদের সঙ্গে তার কাজ করার কথা ছিল। তবে বিশ্বকাপে তার কোচিংয়ে সন্তুষ্ট ছিল বিসিবি। তাই এই কিংবদন্তিকে দীর্ঘমেয়াদি চুক্তিতে টাইগার শিবিরে রাখার পরিকল্পনাও ছিল বিসিবির। তবে তার অন্যান্য কিছু চুক্তি থাকায় তখন সেটা সম্ভব হয়নি।

বিসিবির সঙ্গে মুশতাকের চুক্তি ছিল ফাঁকা সময় পেলেই তিনি বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। বিশ্বকাপের পর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজে কাজ করেছেন তিনি। ভারত সিরিজ, আফগানিস্তান সিরিজ ও সবশেষ ওয়েস্ট সিরিজে ছিলেন না তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পুনরায় বাংলাদেশ শিবিরে যুক্ত হয়েছেন এই কিংবদন্তি স্পিনার।

বাংলাদেশে অসংখ্য তরুণ স্পিনার আছেন। তবে তাদেরকে জাতীয় দলে উপযুক্ত করার জন্য আগে থেকেই কোচদের দায়িত্ব নিতে হবে। আর সেই কাজটা করতে চান মুশতাক। তৃণমূল থেকে উঠে আসা স্পিনারদের নিয়ে কাজ করতে আগ্রহী তিনি। আর এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি দায়িত্ব। তাই বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী এই পাকিস্তানি কোচ।

আরও পড়ুন:

» বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা কতটুকু, জানালেন রবি শাস্ত্রী

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ? 

মুশতাক গণমাধ্যমকে বলেন, ‘এখানে কিছু তরুণ স্পিনারদের সঙ্গে কাজ করেছি। ১০-১২ জন্য লেগ স্পিনার ও চায়নাম্যান আছে। তারা এখনও বেশ তরুণ। তাদেরকে জাতীয় দলের উপযুক্ত করতে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। আমি সেটাই করতে চাই।’

তিনি আরও বলেন, ‘একটা ভালো বৃক্ষ গড়তে চাইলে ভালো মালির প্রয়োজন। আমি সেই মালি হতে চাই। এজন্য বৃক্ষের পেছনে আমাকে আরও বেশি সময় দিতে হবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন মুশতাক আহমেদ। এই টুর্নামেন্ট শেষে জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে টাইগারদের। তবে সিরিজ শুরুর আগেই মুশতাকের সঙ্গে বিসিবির দীর্ঘমেয়াদি চুক্তি বিষয়ে জানা যাবে।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট