Connect with us
ক্রিকেট

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ড্রাফটে মোস্তাফিজ

Mustafizur Rahman
আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ড্রাফটে মোস্তাফিজ। ছবি- সংগৃহীত

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ড্রাফটে মোস্তাফিজ:

ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ধরে রাখার সুযোগ থাকলেও সাকিব, লিটন ও মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে তাদের ফ্রাঞ্চাইজিগুলো। এবার আইপিএল ড্রাফট থেকেও নিজেদের নাম তুলে নিয়েছেন সাকিব-লিটন। তবে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে ছেড়ে দিলেও আইপিএল এর ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহার করেননি মোস্তাফিজ, রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যে ড্রাফটে।

আইপিএল এর গত আসরে বাংলাদেশ থেকে মাঠ মাতাতে যান সাকিব, লিটন ও মুস্তাফিজ। মোস্তাফিজ দিল্লি ক্যাপিটাল হয়ে মোটামুটি ভালো পারফরম্যান্স করলেও কলকাতার হয়ে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব-লিটনসহ মোস্তাফিজকেও ছেড়ে দিয়েছে তাদের নিজ নিজ ফ্রাঞ্চাইজিগুলো।

সাম্প্রতিক সময়েও ক্রিকেট মাঠে খুব বাজে সময় পার করছে সাকিব, মোস্তাফিজ ও লিটন। তাই এবারের আইপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব ও লিটন। তবে নাম প্রত্যাহার কারননি মোস্তাফিজুর রহমান। জায়গা পেয়েছেন আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ড্রাফটে।

আইপিএলের এবারের আসরে তিনটি ভিত্তিমূল্যে নিলাম ডাকা হবে। এর মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে কোন ক্রিকেটারের কিনতে হলে সর্বনিম্ন ২ কোটি রুপি (প্রায় আড়াই কোটি টাকা) খরচ করতে হবে ফ্রাঞ্চাইজিগুলোর।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম ডাকা হবে। এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছে ২৫ জন ক্রিকেটার। যার মধ্যে ৪ জন ভারতীয় এবং বাকি ২১ জন বিদেশী ক্রিকেটার।

২০২৪ আইপিএল আসরের নিলামে রেজিস্টার করেছে ১১৬৬ জন ক্রিকেটার। এর মধ্যে ভারতের রয়েছে ৮৩০ জন এবং ৩৩৬ জন বিদেশী ক্রিকেটার। মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশ থেকে রয়েছেন আরো ৫ জন ক্রিকেটার। এরা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

 

আরও পড়ুন:

মেসি পরের বিশ্বকাপ খেলবেন? মন্তব্য ঘিরে নতুন জল্পনা

Newcastle: Eddie Howe rues absence of attacking options as tired Magpies lose at Everton

ক্রিফোস্পোর্টস/০২ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট