গেল কিছু ম্যাচে নিজের সেরা ছন্দে না থাকলেও গতকাল রাতে চিপকের মাঠে হায়দরাবাদকে হারানোর রাতে দারুন বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। এই ম্যাচে প্রতিপক্ষের দুই উইকেট শিকার করে ফের পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে প্রবল ভাবে ফিরেছেন তিনি। আইপিএলে নিজের শেষ ম্যাচে পুনরুদ্ধার করতে পারেন নিজের পুরনো সেই পার্পল ক্যাপ।
গতকাল রোববার (২৮ এপ্রিল) ঘরের মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নামে চেন্নাই। এদিন শুরু থেকে ঝড়ো ব্যাটিংয়ে চেন্নাইয়ের স্কোরবোর্ডে জমা হয় ২১২ রান। একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ। জবাবে ব্যাট করতে নেমে মুস্তাফিজ-দেশপান্ডের বোলিং তোপে ১৩৪ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।
এদিন বড় রান ডিফেন্ড করার পথে ২.৫ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচের ১৯তম ওভারে শাহবাজ আহমেদ ও জয়দেব উনদকাটকে ফিরিয়ে আইপিএলের সেরা বোলারের তালিকায় দুই নম্বরে উঠে এলেন তিনি। শীর্ষে থাকা জসপ্রীত বুমরাহর সমান ১৪ উইকেট এখন ফিজের ঝুলিতে।
তবে দারুন একটা টুর্নামেন্ট কাটাতে থাকা মুস্তাফিজের এবারের আইপিএল যাত্রা শেষ হবে শীঘ্রই। জাতীয় দলের ব্যস্ততা থাকায় আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। চিপকের মাঠে এই ম্যাচে আরও কিছু উইকেট শিকার করে কাটার মাস্টারের সামনে সুযোগ রয়েছে বুমরাহকে পেছনে ফেলার।
আইপিএলে এখন পর্যন্ত সেরা বোলিংয়ের তালিকায় নয় ম্যাচে ১৪ উইকেট শিকার করে সবার উপরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার জসপ্রীত বুমরাহ। মুস্তাফিজ এক ম্যাচ কম খেলেও বাগিয়ে নিয়েছেন তার সমান উইকেট। তবে ইকোনমির দিক থেকে পিছিয়ে থাকা মুস্তাফিজ রয়েছেন পার্পল ক্যাপের প্রতিযোগিতায় দুই নম্বরে।
এছাড়া এই তালিকার তিন নম্বরে রয়েছে নয় ম্যাচে ১৪ উইকেট পাওয়া পাঞ্জাবের বোলার হার্শাল পাটেল। এদিকে মুস্তাফিজ চলে গেলেও চেন্নাইয়ের হয়ে পার্পল ক্যাপের লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন লঙ্কান পেসার মাথিশা পাতিরানা। মাত্র ৬ ইনিংসে হাত ঘুরিয়ে তিনি শিকার করেছেন চলতি আসরে ১৩ উইকেট।
আরও পড়ুন: হায়দরাবাদকে হারিয়ে সেরা তিনে উঠে এলো চেন্নাই
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৪/এফএএস