শেষ ওভারে জয়ের জন্য লখনৌর প্রয়োজন ১৭ রান। বোলিং প্রান্তে মুস্তাফিজুর রহমান। এমন মুহূর্তে জয়ের আশা দেখারই কথা চেন্নাই ভক্তদের৷ কিন্তু মার্কাস স্টোয়নিসের ঝড়ো ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় লখনৌ সুপার জায়ান্টাস৷ এর ফলে ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস৷
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টায় ঘরের মাঠে টসে হেরে ব্যাট নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান তুলে চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে আসে শতক ও দলের সর্বোচ্চ ইনিংস। ৫৬ বলে শতক ও ৬০ বলে ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। ১২টি চার আর ৩টি ছক্কায় ইনিংসটি সাজান চেন্নাই অধিনায়ক।
অবশ্য ঘরের মাঠে এদিন শুরুটা একদমই ভালো হয়নি চেন্নাইয়ের। প্রথম ওভারেই মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যান আজিঙ্কা রাহানে। এরপর দলীয় ৪৯ রানে ড্যারেল মিচেলও আউট হন৷
চারে নামা রবীন্দ্র জাদেজা এদিন ব্যাটে-বলে ছিলেন ছন্নছাড়া। ব্যাট হাতে আউট হন ১৯ বলে ১৭ রানের মন্থর গতির ইনিংস খেলে। অন্যদিকে বোলিংয়ে ২ ওভারে দেন ১৬ রান৷
তবে অধিনায়ক রুতুরাজের ব্যাটিং দৃঢ়তায় ও শেষদিকে শিবম দুবের ঝড় ইনিংসে বড় সংগ্রহ পায় চেন্নাই৷ চতুর্থ উইকেট জুটিতে দুজনে ৪৬ বলে যোগ করেন ১০৪ রান৷ ৩টি চার ও ৭টি ছক্কায় ২৭ বলে ৬৭ রানের ইনিংস খেলেন শিবম দুবে৷
জবাবে শুরু থেকেই লখনৌ ব্যাটারদের চেপে ধরে চেন্নাইয়ের বোলাররা৷ প্রথম ওভারে বিনা রানেই কুইন্টন ডি কককে সাজঘরে ফেরান দিপক চাহার৷ দলীয় ৩৩ রানে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও মুস্তাফিজের দুর্দান্ত ফিল্ড সেটাপে আউট হন লখনৌ অধিনায়ক কেএল রাহুল৷
মুস্তাফিজ ওই ওভার থেকে চার রান খরচায় নেন ১ উইকেট। কিন্তু এরপর দলটির অজি অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস ও নিকোলাস পুরানের দুর্দান্ত ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে চেন্নাইয়ের বোলিং আক্রমণ৷ চতুর্থ উইকেট জুটিতে দুজনের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৭০ রান।
১৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে পুরান সাজঘরে ফিরলেও অপরপ্রান্তে ঝড়ো ব্যাটিং করতে থাকেন স্টোয়নিস। পঞ্চম উইকেট জুটিতে দিপাক হুদাকে নিয়ে ১৯ বলে ৫৫ রানের ম্যাচজয়ী জুটি গড়েন স্টোয়নিস৷
৬৩ বলে ১২৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন স্টোয়নিস। ৬টি ছক্কা ও ১২টি চারে ইনিংসটি সাজান তিনি৷ এ ম্যাচের মধ্য দিয়ে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন: ‘বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ, এখানকার খাবারও ভালো লাগে’
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/টিএইচ/বিটি