চলমান আইপিএলে বিদায়ী ঘন্টা বেজেছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। এনওসির সময় শেষ হয়ে যাওয়ায় আজ নিজের শেষ ম্যাচে খেলেছেন তিনি। তবে নিজের বিদায়ী ম্যাচটি জয়ে রাঙাতে পারলেন না মুস্তাফিজুর রহমান। পাঞ্জাবের বিপক্ষে ৭ উইকেটে হেরে আসরের পঞ্চম জয়ের স্বাদ পেল তার দল চেন্নাই সুপার কিংস।
বুধবার (১ মে) আসরের ৪৯তম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬২ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতে নেয় পাঞ্জাব।
এদিন আগে ব্যাট করতে কিছুটা ধীরগতিতে খেলেন দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও রুতুরাজ গায়কোয়াড়। উদ্বোধনী জুটিতে ৫০ বলে ৬৪ রান করেন এই দুই ব্যাটার। রাহানে ব্যাক্তিগত ২৯ রানে ফিরে গেলে দ্রুত আরো দুটি উইকেট হারায় চেন্নাই।
ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া শিবম দুবে রানের খাতা খুলতে পারেননি আজ। এছাড়া মাত্র ২ রান করে ফিরে যান রবীন্দ্র জাদেজা।
এরপর ইমপ্যাক্ট হিসেবে নামা সামির রিজবিকে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক রুতুরাজ। রিজবির সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন তিনি। রিজবি ২১ রানে ফিরে গেলে মঈন আলীকে নিয়ে আরো ৩৮ রান যোগ করেন গায়কোয়াড়।
গায়কোয়াড়ের ৪৮ বলে ৬২, মঈন আলীর ৯ বলে ১৫ এবং শেষদিকে ধোনির ১১ বলে ১৪ রানের কল্যাণে ১৬২ রানের পুজি পায় চেন্নাই।
পাঞ্জাবের হয়ে হরপ্রিত ব্রার ও রাহুল চাহার ২টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া কাগিসো রাবাদা ও আর্শদীপ সিং ১টি করে উইকেট নিয়েছেন।
স্বল্প রান ডিফেন্ড করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৯ রানের মাথায় প্রথম আঘাত হানে চেন্নাই। মাত্র ১৩ রান করে রিচার্ড গ্লিসনের শিকার হয়ে ফিরে যান প্রবসিমরান সিং।
পরবর্তীতে জনি বেয়ারস্টো ও রাইলি রুশোর ব্যাটে ঘুরে দাড়ায় পাঞ্জাব। এই দুজনের জুটিতে সহজেই জয়ের লক্ষ্যে এগোতে থাকে পাঞ্জাব। দলীয় ৮৩ রানের মাথায় চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় আঘাত হানেন দুবে। ৩০ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলে ফিরে যান বেয়ারস্টো।
পরবর্তীতে শশাঙ্ক সিং ও স্যাম কারানের রানের জুটিতে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় পাঞ্জাব। শশাঙ্ক সিং ২৫ ও স্যাম কারান ২৬ রানে অপরাজিত ছিলেন।
এদিন দলের হয়ে কোনো উইকেট না পেলেও বল হাতে দুর্দান্ত ছিলেন ফিজ। চার ওভার হাত ঘুরিয়ে ১ মেডেনসহ মাত্র ২২ রান খরচ করেছেন তিনি।
তবে বিদায়ী ম্যাচ রাঙাতে পারলেন না মুস্তাফিজুর রহমান। আজ কোনো উইকেট না পাওয়ায় ৯ ইনিংসে ১৪ উইকেট নিয়েই আসর শেষ করতে হবে তাকে। তাছাড়া পার্পল ক্যাপও নিজের করে নিতে পারলেন না এই টাইগার পেসার।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪: খেলবে যে ২০ দল
ক্রিফোস্পোর্টস/১মে২৪/বিটি