আইপিএলে টানা হার এবারও থামাতে পারলো না দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে নিজের চতুর্থ ম্যাচেও হারলো মুস্তাফিজের দিল্লি। আর নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
দলের তিন ম্যাচ হারের পর আজকের ম্যাচে একাদশে জায়গা পান টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে তুলে নিয়েছেন ১ উইকেট। দিয়েছেন ৩৮ রান। তবে ব্যাটারদের ব্যার্থতায় ম্যাচটি হারতে হয়েছে দিল্লিকে।
এদিকে এবারের আইপিলে একের পর এক ম্যাচে গড়াচ্ছে শেষ ওভারে। প্রতি মুহূর্তে বদলাচ্ছে খেলার রং।
এদিন ঘরের মাঠে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নামে দিল্লি। শুরুতে দিল্লির ওপেনার পৃথ্বী শ ১৫ রান করে আউট হন। পরে মণীশ পাণ্ডের সঙ্গে ওয়ার্নার জুটি গড়েছিলেন। রানের গতি বাড়াতে গিয়ে পীযূশ চাওলার বলে ২৮ রান করে ফিরে যান মণীশ। এরপর একের পর এক উইকেট পড়লেও মাঠে টিকে ছিলেন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। ৪২ বলে হাফসেঞ্চুরি করেন তিনি।
ওয়ার্নারের সঙ্গে মাত্র ২২ বলে অর্ধশতক হাকান অক্ষর। শেষ পর্যন্ত ১৭২ রানে থামে দিল্লির রানের চাকা।
জবাবে ঝোড়ো ব্যাটিং শুরু করেন মুম্বইয়ের দুই ওপেনার। রোহিতের পাশাপাশি ঝড় তুলেন ঈশান কিশনও। প্রথম ৩ ওভারেই ৪২ রান করে মুম্বাই। ৩০ বলে হাফসেঞ্চুরি করেন রোহিত।
ম্যাচে শেষ ৫ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫০ রান দরকার ছিল। ম্যাচের নাটকী মোড় ঘুরে শেষ ১২ বলে মুম্বইয়ের দরকার ছিল মাত্র ২০ রান। মুস্তাফিজের শেষ ওভারটি একটু খরচে হয়ে যায়।
এক ওভারে ১৫ রান দেন তিনি। শেষ ৬ বলে ৫ আর শেষ বলে দরকার ছিল ২ রান। শেষ বলে দৌড়ে সেই রান তুলে নেন মুম্বইয়ের দুই ব্যাটার। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই।
আরও পড়ুন: লিটনের আইপিএল অভিজ্ঞতা নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন সাকিব
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৩/এসএ