
চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৭ ম্যাচে এ পর্যন্ত মুস্তাফিজের সংগ্রহ ১২ উইকেট। শুরুটা ভালো করলেও সবশেষ কিছু ম্যাচে বল হাতে বেশ খরুচে ছিলেন টাইগার পেসার। তাই নিয়মিত উইকেট পেলেও পরের ম্যাচে ফিজ একাদশে সুযোগ পাবেন কি না তা নিয়ে অনেকেই সন্দিহান ছিল।
তবে সম্প্রতি মুস্তাফিজকে নিয়ে সামাজিক মাধ্যমে নতুন একটি ভিডিও শেয়ার করেছে চেন্নাই। সেখানে ক্যাপশনের তার নতুন একটি নামও দিয়েছে তারা। সেখানে বাংলাদেশি কাটার মাস্টারকে ‘বাংলা লায়ন’ বা বাংলার সিংহ বলে আখ্যায়িত করেছে সিএসকে।
মূলত মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের অনেক সমর্থকদের মধ্যেই নানান বিষয়ে জানার আগ্রহ ছিল। তাই তাকে নিয়ে আলাদা করে একটি ভিডিও বানায় চেন্নাই যেখানে টাইগার পেসার তার নিজের সম্পর্কেই অনেক বিষয়ে খোলাসা করেন।
নতুন করে দেওয়া এ ভিডিও থেকেই বোঝা যাচ্ছে, আপাতত মুস্তাফিজেই ভরসা রাখছেই আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।
৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে এখনও পার্পল ক্যাপের দৌঁড়ে বেশ ভালো মতই টিকে রয়েছেন এই বাঁ হাতি পেসার। যদিও এবারের আইপিএলে ফিজের সুযোগ পাওয়াটাই ছিল চমকপ্রদ এক বিষয়। গত কয়েক বছর ধরে নিজেকে হারিয়ে খোঁজা মুস্তাফিজকে আসর শুরুর আগে মিনি নিলাম থেকে ২ কোটি রুপি ভিত্তি মূল্যে দলে ভেড়ায় চেন্নাই।
দলে নিলেও একাদশে সুযোগ পাওয়া নিয়েও অবশ্য কম-বেশি সবাই সন্দিহান ছিল। কিন্তু সকল শঙ্কা দূর করে ফিজকে ঠিকই নিয়মিত খেলিয়ে যাচ্ছে ধোনি-গায়কোয়াড়ের চেন্নাই। মুস্তাফিজও প্রতি ম্যাচেই উইকেট শিকার করে টিম ম্যানেজমেন্টের ভরসার প্রতিদান দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
প্রথম ম্যাচেই চার উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি। এরপর থেকে নিয়মিত একটি বা দুইটি করে নিয়মিত উইকেট তুলে নিয়ে চেন্নাই সমর্থকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছেন ফিজ।
তাই সমর্থকদের কাছে এই বাঁ হাতি পেসারের কৌতূহল মেটাতে তাই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে চেন্নাই। তাকে নিয়ে এতটাই আগ্রহ যে ভিডিও শেয়ারের ১ ঘণ্টার মধ্যেই সেটির ভিউ ২ লাখের বেশি হয়ে গেছে।
মুস্তাফিজের আইপিএলে প্রথম অভিষেক হয় ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সে আসরেই ১৬ ম্যাচে ১৬ উইকেট নিয়ে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মত বিদেশী ক্রিকেটার হিসেবে আসরের ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টন’ নির্বাচিত হন দ্য ফিজ। এমনকি তার ‘দ্য ফিজ’ নামটিও সেবার সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিই দিয়েছিল।
সবশেষ ২০২২ ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন এই টাইগার পেসার। পরে তাকে নিলামের জন্য দিল্লি ছেড়ে দিলে সেখান থেকে তাকে দলে ভেড়ায় ধোনির চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন: আইপিএলে দুর্দান্ত ফর্ম, তবুও ভারতের বিশ্বকাপ দলে থাকবেন না যারা
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এমএস/বিটি
