Connect with us
ক্রিকেট

পাথিরানার বিকল্প হিসেবে মুস্তাফিজ দারুণ একটা চয়েস: ইরফান পাঠান

Mustafizur Rahman CSK
২ কোটি রুপিতে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসে পাড়ি জমিয়েছেন মুস্তাফিজুর। ছবি- সংগৃহীত

আইপিএলের মিনি নিলামে গত ১৯ ডিসেম্বরে দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপিতে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসে পাড়ি জমান এই বাঁ হাতি পেসার। নিলামের শেষ দিকে এক্সিলারেটেড রাউন্ড থেকে তাকে দলে ভেড়ায় চেন্নাই। চেন্নাইয়ে যোগ দেয়ার ব্যাপারে মোস্তাফিজকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান।

দল পেলেও চেন্নাইয়ে সুযোগ পাওয়ার ব্যাপারে অবশ্য অনেকেরই সংশয় রয়েছে। তবে ইরফান পাঠান মনে করেন, পাথিরানার বিকল্প হিসেবে মুস্তাফিজ দারুণ একটা চয়েস। বিশেষ করে চেন্নাইয়ের হোম ভেন্যুতে মুস্তাফিজ বেশ ভাল করবে বলে মনে করেন সাবেক এই ভারতীয় পেসার।

ইরফান পাঠান বলেন, ‘চেন্নাইয়ের ঘরের মাঠের উইকেট স্লো হওয়ায় সেখানে মুস্তাফিজকে খেলানো হলে সে অনেক ভাল করবে। পাথিরানার বিকল্প হিসেবে সে খুব ভাল একজন পেসার। পাথিরানা কখনো চোটে পড়লে তার জায়গায় ঘরের মাঠে মুস্তাফিজ ভাল অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। পাথিরানার জায়গায় মুস্তাফিজ সহজেই খেলানো যাবে। মুস্তাফিজ এমন একজন বিদেশি পেসার যার অভিজ্ঞতাও অনেক।’

ইতোমধ্যেই চেন্নাইয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন লংকান পেসার। সবশেষ মৌসুমে চেন্নাইয়ের শিরোপা জয়ে বল হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন পাথিরানা। বিদেশি কোটায় তিনি যে নিয়মিত খেলবেন তা এক প্রকার নিশ্চিতই বলা যায়। দলে আরও রয়েছেন ভারতের চাহার এবং তুষার দেশপান্ডে।

চেন্নাইয়ে এবারে মোট ২৫ জন ক্রিকেটার আছেন, তার মধ্যে বিদেশি আছেন ৮ জন। সদ্য শেষ নিলামে চেন্নাই রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, শার্দূল ঠাকুর, সামির রিজভী এবং মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে।

আরও পড়ুন: আইপিএল-২০২৪ : রেকর্ড গড়া নিলাম শেষে কে কোন দলে?

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট