ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটার হয়ত মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে বেশিরভাগ আসরেই দল পাওয়ার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনুমতিও পান এই পেসার। তবে এই দিক থেকে মুদ্রার উল্টো পিঠে দেখছেন বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ। মুস্তাফিজ যতটা ভাগ্যবান ঠিক ততটাই যেন দুর্ভাগা তাসকিন!
বিদায়ী বছরটা বল হাতে খুব একটা ভালো যায়নি মুস্তাফিজের। তবুও আইপিলে দল পাওয়ার পাশাপাশি বিসিবি থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য খেলার অনুমতিও পেয়েছেন। তবে এক্ষেত্রে তাসকিনকে অনুমতি দেয়নি বিসিবি। তাই এবারের আইপিএল মিনি নিলামে নাম দিয়েও শেষ মুহূর্তে নাম সরিয়ে নেন এই পেসার।
তাসকিন নাম সরিয়ে নিলেও তাকে দলে ভেড়ানোর জন্য প্রস্তাব দিয়েছিল আইপিএলের দুই ফ্রাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। তবে বিসিবির আপত্তি থাকায় আইপিএল দলে যোগ দেওয়া হচ্ছে না তার। আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্যটি জানান তাসকিন।
আইপিএলে খেলতে না পারা নিয়ে তাসকিন জানান, ‘এ নিয়ে তৃতীয় বারের মত আইপিএলে খেলার সুযোগ এসেছিল, কিন্তু এবারও আর খেলা হচ্ছে না। একটু তো খারাপ লাগেই কারণ ক্রিকেটার হিসেবে এমন লিগে খেলার স্বপ্ন সবারই থাকে। শুধু আইপিএলই না , আরও বিভিন্ন লিগ থেকেই আমি অফার পেয়েছি।’
তাসকিনকে ছাড়পত্র না দেওয়ার পেছনে অবশ্য কিছুটা কারণও রয়েছে। তাসকিন অনেকটাই ইনজুরি প্রবণ। তাছাড়া এবছর ক্রিকেটে অনেক ব্যস্ত সময় পার করবে টাইগাররা। তাই বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়া তাসকিনকে নিয়ে কোন রিস্ক নিতে চায়না বিসিবি।
এ বিষয়ে তাসকিন বলেন, ‘বিসিবি আমাকে যে ছাড়পত্র দিতে চায় না তার একাধিক কারণ রয়েছে। খেলা এবং স্বাস্থ্য ইস্যু হচ্ছে এর মধ্যে দু’টি মেজর কারণ। এবারও আইপিএলে খেলার বিষয়ে বিসিবিকে জানিয়েছিলাম, তারা বলেছেন বিবেচনা করে দেখবেন। কিন্তু সত্যি বলতে এমন সব লিগ মিস করতে আমারও ভালো লাগে না। সবারই খেলার ইচ্ছে থাকে, আমারও থাকে। আশা করি, ভবিষ্যতে আবারও খেলার সুযোগ পাব।’
আরও পড়ুন: আইপিএলে খেলতে না পারার আফসোস তাসকিনের
ক্রিফোস্পোর্টস/০২জানুয়ারি২৪/এমটি