Connect with us
ক্রিকেট

মুস্তাফিজ কি দিল্লির আক্ষেপ বাড়িয়ে দিচ্ছে?

Mustafiz is increasing Delhi's regret?
ডেথ ওভারে মুস্তাফিজকে মিস করছে দিল্লি! ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বল হাতে আলো ছড়ানো মুস্তাফিজ গত আসরে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আসলে খেলেছেন না বলে, দলে ছিলেন বলাটাই বোধ হয় বেশি শ্রেয়। যদিও দলে পুরোপুরি সুযোগ না পাওয়ায় পেছনে দিল্লির সাথে সাথে মুস্তাফিজের নিজেরও দায় ছিল। দিল্লিও মাঠের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই ফিজকে বেশি ব্যবহার করেছে।

গত বছর দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি অবশ্য কাটার মাস্টারের সমস্যা বের করতে পেরেছিলেন। কিন্তু দল থেকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছিল না টাইগার পেসারকে। তবে চলমান আসরে ধোনি-গায়কোয়াড়দের সান্নিধ্যে যেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু দিককার কাটার মাস্টারকে দেখছে পুরো আইপিএল।

এখন পর্যন্ত ডেথ ওভারে ইকোনমির দিক দিয়ে তার চেয়ে ভালো বল করেছে কেবল আভেশ খান। ইনিংসের শেষ চার ওভারে আভেশের বল হাতে ইকোনমি ৭.৩৩। আর মুস্তাফিজের ইকোনমি ৮। এটা অবশ্য এখন পর্যন্ত কমপক্ষে ৫ ওভার বল করেছে এমন বোলারদের হিসাব। আর চলতি আসরে ডেথ ওভারে মোট ৪৮ বলে ৬৪ রান দেওয়ার পাশাপাশি দ্য ফিজের উইকেট সংখ্যা ৪ টি। অর্থাৎ এই সময়ে প্রতি ১৬ রানের বিনিময়ে একটি করে উইকেট শিকার করেছেন তিনি।

অথচ যে এনরিখ নরকিয়াকে ধরে রাখতে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিল দিল্লি সেই নরকিয়া চলমান আসরের ডেথ ওভারের অন্যতম খরুচে বোলার। দিল্লির হয়ে ডেথ ওভারে ৩৬ বলে ২০ ইকোনমিতে মোট ১২৪ রান দিয়েছেন এই পেসার। এই সময়ে ৩ টি উইকেট পেলেও ১০ ছক্কা ও ১২ চার হজম করায় দলের দুরবস্থার দায় অনেকেই এই পেসারের উপর দিচ্ছেন।

এ পর্যন্ত চেন্নাইয়ের হয়ে মোট ৪ ম্যাচে ৯ উইকেট শিকার টাইগার পেসারের। উইকেটের পাশাপাশি তার স্লোয়ার ও কাটারের জন্য আলাদাভাবে প্রশংসিত হচ্ছেন দ্য ফিজ। কে জানে এক বছরের ব্যবধানে পাশার দান এভাবে পাল্টে যাওয়ায় ফিজের সাবেক ফ্র্যাঞ্চাইজিও হয়তো আক্ষেপ করছে।

আরও পড়ুন: বিরাটের স্ট্রাইকরেট নিয়ে যা বললেন ব্রায়ান লারা 

ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট