Connect with us
ক্রিকেট

দ্রুতই চেন্নাই শিবিরে যোগ দেওয়া হচ্ছে না মুস্তাফিজের

mustafizur rahman ipl 2024
মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস। ছবি- সংগৃহীত

আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। টুর্নামেন্টের প্রস্তুতি সেড়ে নিতে তাই এর মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করে দিয়েছে আসরের প্রায় সবগুলো দলই। এর মধ্যে আছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংসও। গতকাল (শনিবার) থেকে নিজেদের ক্যাম্প শুরু করেছে টুর্নামেন্টের সফলতম দলটি।

অবশ্য প্রথম দিনে স্বাভাবিকভাবেই চেন্নাই সুপার কিংসের বেশির ভাগ তারকা ক্রিকেটারই দলের ক্যাম্পে যোগ দেয়নি। এ তালিকায় স্বয়ং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও আছেন। ‘দ্য ফিজ’ এর গতকাল ক্যাম্পে যোগ না দেয়াটা যদিও আগে থেকেই অনুমেয় ছিল। কারণ দুই দিন আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সদ্য শেষ হওয়া বিপিএলের ফাইনাল ম্যাচ খেলেছেন এই বাংলাদেশী পেসার।

আর সিএসকে’র সফলতম কাপ্তান ধোনি এই মুহুর্তে অবস্থান করছেন ভারতের জামনগরে। সেখানে দেশটির ধনাঢ্য ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানীর প্রাক বিবাহ অনুষ্ঠানে ধোনি অংশ নেয়ায় তাকে ছাড়াই ক্যাম্প শুরু করতে হয়েছে চেন্নাইকে। ২২ মার্চ বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম ধোনির চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়েই আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবার আসা যাক মুস্তাফিজ তাহলে কবে নাগাদ আইপিএলে যোগ দিতে পারেন। এ সুযোগ যে সহসাই মিলছে না সেটা প্রায় নিশ্চিত। শ্রীলংকার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ামডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। আর সাদা বলের এই দুই সংস্করণের ঘোষিত স্কোয়াডেই মুস্তাফিজ ডাক পাওয়ায় এই দুই সিরিজের আগে হয়তো কাটার মাস্টারের পক্ষে চেন্নাই শিবিরে যোগ দেয়াটা হচ্ছে না। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষেই হয়তো ভারতের মাটিতে পা রাখবেন এই বাঁ হাতি পেসার।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গতকাল শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়েই প্রথম দিনের ক্যাম্প শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, দীপক চাহারসহ সিমরজিৎ সিং, প্রশান্ত সোলাঙ্কি, মুকেশ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকর ও অজয় মণ্ডল ক্যাম্পে যোগদান করেন।

দেশীয়দের মধ্যে ক্যাম্পে যোগ দেয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম দীপক চাহার, যার এখন একমাত্র লক্ষ্য আসন্ন বিশ্বকাপে ভারত দলে সুযোগ পাওয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে নাম প্রত্যাহার করা এই বোলার ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। বাবার অসুস্থতা জনিত কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজেও ছিলেন না এই ভারতীয়। তাই আগামী বিশ্বকাপে সুযোগ পেতে আইপিএলকেই লক্ষ্য বানিয়েছেন এই পেসার।

আরও পড়ুন: সানরাইজার্স হায়দরাবাদে হঠাৎ পরিবর্তন, নতুন কোচ কে?

ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট