বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩ মে। তবে এই ম্যাচে খেলছেন না মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজের জন্য আইপিএলের মাঝপথেই দেশে ফিরে আসতে হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলছেন না মুস্তাফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানো কাটার মাস্টারের বিসিবি থেকে দেওয়া ছাড়পত্রের মেয়াদ ছিল ৩০ এপ্রিল পর্যন্ত। পরে একদিন বাড়িয়ে তা পহেলা মে পর্যন্ত করা হয়। ফলে ১ তারিখ পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন তিনি।
এরপরই দেশের বিমানে উঠবেন। খেলার ক্লান্তি ও ভ্রমণ যাত্রা মিলিয়ে তাই টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই উন্মুক্ত থাকবেন তিনি।
যদিও এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, মুস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচে খেলানো হবে এমন কোনো নিশ্চয়তা নেই।
মুস্তাফিজকে একাধিক ম্যাচেও বিশ্রাম দেওয়া হতে পারে। তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট এর প্রয়োজন রয়েছে। তাই ম্যাচ না খেললেও তাকে দলের সঙ্গে রাখা হবে বলে জালাল জানিয়েছিলেন।
আজ (২৩ এপ্রিল) রাত ৮ টায় চেন্নাইয়ের হয়ে লখনৌয়ের বিপক্ষে আবারও মাঠে দেখা যেতে পারে বাঁ হাতি কাটার মাস্টারকে। দলের হয়ে চলমান আসরে ৬ ম্যাচে ১১ উইকেট পকেটে পুরেছেন তিনি।
আরও পড়ুন: মুস্তাফিজ দেশে ফিরে গেলে আমরা তাকে মিস করব: মাইক হাসি
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৪/এমএস/বিটি