Connect with us
ক্রিকেট

ফাইনালে কুমিল্লার হয়ে খেলতে প্রস্তুত মুস্তাফিজ

Mustafiz is ready to play for Comilla in the final
ফাইনালে খেলতে মুস্তাফিজের কোনো প্রকার বাঁধা নেই। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলের চট্টগ্রাম পর্বে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলনে মাথায় চোট পেয়েছিলেন কুমিল্লার পেসার মুস্তাফিজুর রহমান। ফলে আসরের বাকি ম্যাচে তাকে আর পাওয়া যাবে কিনা সে শঙ্কাও জেগেছিল। প্রথম কোয়ালিফায়ারে মাঠে না নামলেও এবার ফাইনালে মাঠে নামতে যাচ্ছে কাটার মাস্টার।

আসরের প্রথম কোয়ালিফায়ারে মুস্তাফিজকে ছাড়াই রংপুর রাইডার্সের বিপক্ষে জয় নিশ্চিত করেছে ভিক্টোরিয়ান্সরা। তবে শুক্রবারের শিরোপা নির্ধারণী ফাইনালে ‘দ্য ফিজ’ কে পাওয়া যাবে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেবাশীষ জানান, ‘মুস্তাফিজ এখন ভালো আছে। চিকিৎসক তার মাথার সেলাই খুলে দিয়েছে। শুক্রবারের ফাইনালে খেলতে তার কোনো প্রকার বাঁধা নেই। এক কথায় সে এখন খেলতে প্রস্তুত।’

মুস্তাফিজের দ্রুত সেরে ওঠার বিষয়টি গত মঙ্গলবারই কুমিল্লার ফিজিও বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছিলেন, তার সিটি স্ক্যান করে বিসিবি ও নিউরো সার্জন বিষয়টি নিয়ে আলোচনা করার পর তাকে হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দিয়েছিল। এরপরও তাকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে না চাওয়ায় প্রথম কোয়ালিফায়ারে তাকে ছাড়াই মাঠে নেমেছিল টানা তিন আসরে ফাইনাল নিশ্চিত করা ভিক্টোরিয়ান্সরা। সাকিব আল হাসানের দলকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে চট্টগ্রামে দলীয় অনুশীলনে সতীর্থ ম্যাথু ফোর্ডের ব্যাটিংয়ের সময় মুস্তাফিজের মাথায় বল এসে লাগলে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানে তার মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়। পরে অবশ্য তার সিটি স্ক্যান করা হলে সেখানে গুরুতর কোন সমস্যা ধরা পরেনি।

আরও পড়ুন: রংপুরকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে কুমিল্লা 

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট