এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। গত নভেম্বরের আফগানিস্তান সিরিজের পর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। চলমান ন্যাশনাল লিগ টি-টোয়েন্টি তে (এনসিএল) খুলনা বিভাগের জার্সিতে পুনরায় বাইশ গজে ফিরছেন এই তারকা পেসার।
মূলত স্ত্রী সন্তান সম্ভাবা হওয়ায় পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন মুস্তাফিজ। যে কারণে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন না এই পেসার। আর এটিই ছিল টাইগারদের এ বছরের শেষ সিরিজ। ফলে চলতি বছর আর জাতীয় দলের হয়ে ফেরার সুযোগ থাকছে না ফিজের।
এদিকে এনসিএল টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বের ম্যাচ শেষে আজ (শনিবার) থেকে শুরু হয়েছে নকআউট পর্বের লড়াই। দিনের শুরুতে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম ও খুলনা বিভাগ। এ ম্যাচে তামিম-ইয়াসিরদের চট্টগ্রামকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে নুরুল হাসান সোহানের খুলনা।
আরও পড়ুন:
» বিপিএলে থাকবে ২ বিদেশি আম্পায়ার, দেখা মিলবে আধুনিক প্রযুক্তিও
» জাকের-শামীমের ‘স্পোর্টসম্যানশিপ’ দেখে পুরস্কার দিতে বললেন বিশপ
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৬ রান করে গুটিয়ে যায় খুলনা। মাঝারি লক্ষ্য ডিফেন্ড করতে নেমে ইয়াসিরদের ১৩৯ রানেই আটকে দেয় খুলনা। এর ফলে ফাইনালের আরো একধাপ কাছে চলে এসেছে দলটি।
ফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল (রোববার) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে খুলনা। আর এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন মুস্তাফিজ। এই ম্যাচ খেলতে সিলেটে আজই খুলনার স্কোয়াডে আজই যোগ দেওয়ার কথা রয়েছে কাটার মাস্টারের।
এদিকে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছে টেবিলের শীর্ষ দুই দল ঢাকা মেট্রো ও রংপুর। এ ম্যাচে ঢাকা মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে আকবর আলীরা।
এদিন সিলেটে দর্শকদের লো-স্কোরিং থ্রিলার উপহার দিয়েছে টেবিল টপাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। সহজ লক্ষ্য তাড়া করতে গিয়েও বেশ কয়েকবার হোঁচট খেয়েছে রংপুর। তবে রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে শেষ হাসি হেসেছে আকবর আলীরাই। তানভীর হায়দার ও আরিফুল হকদের সমান ২২ রানের দুটি ইনিংসে ভর করে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় রংপুর।
আগামীকাল (রোববার) এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও খুলনা বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর সোয়া ১টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৪/বিটি