শেষ ওভারে লখনৌ সুপার জায়ান্টের প্রয়োজন ছিল ১৭ রান। চেন্নাইয়ের হয়ে বল হাতে মুস্তাফিজুর রহমান। লখনৌর বিপক্ষে চলতি মৌসুমে প্রথম দেখার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল ফিজের কাছে। পাশাপাশি দলকে জিতিয়ে কাটার মাস্টার বনের যেতে পারতেন ম্যাচের নায়ক। তবে আরও একটি বাজে রাত কাটানো মুস্তাফিজ হারালেন সেই সুযোগ।
ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজের প্রথম বলে লং অন দিয়ে বিশাল এক ছক্কা মারেন মার্কাস স্টোনিস। পরের বলেই সজোরে হাকান ফিজের সোজাসুজি। তবে তা আটকাতে ব্যর্থ হন তিনি। প্রথম দুই বলে বাউন্ডারি হজম করে মুস্তাফিজের জন্য কঠিন হয়ে পড়ে শেষ ৪ বলে ৭ রান বাঁচানো। পরের বলটি নো বল হলে সকল আশা শেষ হয়ে যায় তখনই।
সেই নো বলটিও স্টোনিসের ব্যাটে আউটসাইড এজ হয়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে পেরিয়ে যায় বাউন্ডারি। ওভারের তৃতীয় বৈধ বলে স্কয়ার লেগ দিয়ে আরও একটি চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মার্কা স্টোনিস। এতে করে লখনৌ বিপক্ষে টানা দুই ম্যাচ পরাজিত হলো চেন্নাই। কোন ম্যাচেই আস্থার প্রতিদান দিতে পারেননি কাটার মাস্টার।
গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে চিপকের মাঠে রুতুরাজ গায়কোয়াড়ের শতক ও শুভাম ডুবের ঝড়ো ফিফটিতে প্রতিপক্ষকে ২১১ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় চেন্নাই। তবে মার্কাস স্টোনিসের ৬৩ বলে ১২৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটের এক অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়ে লখনৌ সুপার জায়ান্ট।
এদিন ৩.৩ ওভার বল করে ম্যাচে সর্বোচ্চ ৫১ রান খরচায় ১ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। চলতি টুর্নামেন্টে চিপকের বাইরে নিজের সেরা ছন্দে না থাকলেও ঘরের মাঠে বেশ কার্যকরী এবং মিতব্যয়ী বোলার ছিলেন মুস্তাফিজ। তবে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ম্যাচে দলকে জেতাতে ব্যর্থ হলেন তিনি।
উল্লেখ্য, আইপিএলের চলটি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে হাত ঘুরিয়ে ১২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলার কথা থাকায় আগামী ১ মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ঘরের মাঠে হায়দরাবাদ ও পাঞ্জাবের বিপক্ষে দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে মুস্তাফিজের সামনে।
আরও পড়ুন: ‘বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ, এখানকার খাবারও ভালো লাগে’
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/এফএএস