Connect with us
ক্রিকেট

‘মুস্তাফিজ-পাথিরানা সেরা বন্ধু’ ম্যাচের আগে চেন্নাইয়ের পোস্ট

Mustafizur_Pathirana
মুস্তাফিজ ও পাথিরানা। ছবি- চেন্নাই

গেল আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। দুইজনের পেস জুটি জমেছিল বেশ। চেন্নাই শিবিরে ভালোই বন্ধুত্ব হয়ে উঠেছে মুস্তাফিজ-পাথিরানার মাঝে। এবার বিশ্বকাপ ম্যাচ খেলতে দুই বন্ধু মুখোমুখি হবে একে অপরের দেশের বিপক্ষে। ম্যাচ শুরুর আগে তাদের নিয়ে পোস্ট করেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিটি।

বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে চেন্নাই সুপার কিংস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে মুস্তাফিজ এবং পাথিরানার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে চেন্নাই উল্লেখ করেছে ঘন্টাখানেকের মধ্যে দুই সেরা বন্ধু নিজেদের মুখোমুখি হবে। সেই ভিডিওতে চেন্নাই পেসারদ্বয়ের বন্ধুত্ব আরও ভালোভাবে ফুটে উঠেছে।

চেন্নাইয়ে প্রকাশিত ভিডিওতে বাংলায় কথা বলতে শোনা যায় পাখিরানাকে। যেখানে মোস্তাফিজুর রহমান তাকে জিজ্ঞেস করছেন, তিনি কেমন আছেন? যার বিপরীতে পাথিরানা উত্তর দিয়েছেন, আছেন ভালো। এই ভিডিওতে মুস্তাফিজ এবং পাখি রানা একে অন্যের প্রসঙ্গে ভালো লাগার বিষয়গুলো তুলে ধরেছেন।

পাথিরানার করা দ্রুতগতির চমৎকার ইয়র্কার বল গুলো মুস্তাফিজের ভালো লাগে বলে জানিয়েছেন ফিজ, ‘আমার ওর ইয়র্কার গুলো ভালো লাগে। আমি তো ওই স্টাইলে পারিনা। তবে আমার ওর ইয়র্কার গুলো পছন্দ।’ মুস্তাফিজের বাংলা কথাগুলো ইংলিশে অনুবাদ করে পাখিরানাকে শোনান আরেকজন দোভাষী।

পাথিরানা মুস্তাফিজের কব্জির মোচরে করা কাটার গুলো পছন্দ করার কথা জানান, ‘আমার তার কাটার বলগুলো ভালো লাগে। আমি জানিনা সে কিভাবে এটা করে। তবে সেটা দারুণ।’ মোস্তাফিজের কবজির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা (কব্জি) এখন ভালো আছে।’ তারপর দুজনেই হাসতে থাকেন।

ভিডিওতে মুস্তাফিজ এবং পাথিরানার হাস্যজ্জল খুনসুটির মুহূর্ত তুলে ধরা হয়। আজ বিশ্বকাপে শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় এবং বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে। এই ম্যাচে ফের একসঙ্গে হয়েছেন চেন্নাই পেসার মুস্তাফিজুর রহমান ও পাথিরানা। তবে এবার তারা খেলছেন প্রতিপক্ষ হিসেবে।

আরও পড়ুন: পাকিস্তানকে হারানোর নায়ক কে এই সৌরভ নেত্রভালকার?

ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট