বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চলতি আইপিএলে খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক ম্যাচেই কেড়েছিলেন সব আলো। এরপর একাধিক ম্যাচে দলের জয়ে অবদান রেখে হয়ে উঠেছেন চেন্নাই শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য। তবে মুস্তাফিজুর রহমান এবার যেন হার্শা-মুডির প্রত্যাশার পারদে জল ঢেলেছেন।
গতকাল শুক্রবার লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলতে নেমেছিল মুস্তাফিজদের দল। অবশ্য এই ম্যাচে ফিজের খেলা নিয়ে বারবার উঠছিল প্রশ্ন। কেননা চিপকের বাইরে খেলা আগের দুই ম্যাচে বেশ একটা সুবিধা করতে পারেনি বাংলার এই কাটার মাস্টার। অবশ্য মুস্তাফিজের অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে চেন্নাই।
তবে এদিন প্রতিপক্ষের মাঠে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় চেন্নাই। আগে ব্যাট করতে নেমে ধোনি-জাদেজার দৃঢ়তায় ১৭৭ রানের লক্ষ্য প্রতিপক্ষকে ছুঁড়ে দিতে সক্ষম হয়েছিল মুস্তাফিজের দল। তবে ব্যাটারদের এই মাঝারি সংগ্রহ ডিফেন্ড করতে ব্যর্থ হয় চেন্নাইয়ের বোলাররা। যেখানে ১ উইকেট পেলেও সর্বোচ্চ ৪৩ রান খরচ করেছেন মুস্তাফিজ।
তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ছন্দে থাকা মুস্তাফিজের থেকে আরও বাড়িতে কিছু আশা করেছিল হার্শা ভোগলে ও টম মুডি। মুডি বলেন, ‘মুস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছে আপনি কখনই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল।’
এদিন মুস্তাফিজের এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সদের জন্য উইকেটকেও কিছুটা দায় দিলেন হার্শা, ‘চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিলো। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।’
উল্লেখ্য, চলতি আইপিএলে মুস্তাফিজের হাতে রয়েছে আর মাত্র তিন ম্যাচ। যেখানে প্রতিটি ম্যাচই হবে চিপকের মাঠে। তাই ঘরের বাইরে ফিজের অফ ফর্ম নিয়ে ভাবনার কিছু নেই। আগামী মঙ্গলবার এই লখনৌর বিপক্ষেই চিপকে মাঠে নামবে মুস্তাফিজদের দল। এরপর ২৮ এপ্রিল হায়দ্রাবাদ ও ১ মে পাঞ্জাবের বিপক্ষে রয়েছে ম্যাচ।
চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে চলতে মৌসুমে মুস্তাফিজুর রহমান ১১ উইকেট শিকার করেছেন । যার মধ্যে কেবল ঘরের মাঠ চিপকে তিন ম্যাচে বল করে ৮ উইকেট তুলে নিয়েছেন এই কাটার মাস্টার। অপরদিকে বাকি তিন অ্যাওয়ে ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন চিপকের তুলনায় প্রায় দ্বিগুণ ইকোনমিতে বল করে।
আরও পড়ুন: আইপিএলে নতুন নিয়ম: পন্টিংয়ের সঙ্গে রোহিতের পাল্টাপাল্টি বক্তব্য
ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৪/এফএএস