
চলমান বিপিএল থেকে এরইমধ্যে বিদায় ঘন্টা বেজে গেছে মুস্তাফিজুর রহমানের দল ঢাকা ক্যাপিটালসের। দলটি যেমন আশানুরূপ সাফল্য বয়ে আনতে পারেনি, ঠিক তেমনি ব্যক্তিগতভাবেও নিজের পারফরমেন্সে পুরনো ছাপ রাখতে পারেননি মোস্তাফিজ। তবে গোটা টুর্নামেন্টে খুব একটা সুবিধা করতে না পারলেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এই টাইগার পেসার।
এবারের চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে লিগ পর্বে মোস্তাফিজ খেলেছেন ১২ ম্যাচ। যেখানে তিনি শিকার করতে সক্ষম হয়েছেন প্রতিপক্ষের ১৩ উইকেট। তবে এরই মাধ্যমে উইকেট শিকারের দিক থেকে টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের পাশে নাম লেখালেন কাটার মাস্টার খ্যাত এই তারকা পেসার।
বাংলাদেশ ক্রিকেটে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৩৫০ উইকেট তুলে নেওয়ার কীর্তি গড়লেন মুস্তাফিজুর রহমান। নতুন এই মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেছেন ২৮১ ম্যাচ। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তার ওপরে আছে সাকিবের নাম। ৪৪৪ ম্যাচ খেলে যিনি পকেটে পড়েছেন প্রতিপক্ষের ৪৯২ উইকেট।
গতকাল ১ ফেব্রুয়ারি বিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। এদিন মাঠে নামার আগে মোস্তাফিজের নামের পাশে ছিল ৩৪৮ উইকেট। খুলনা টাইগার্সের বিপক্ষে এই ম্যাচে তিনি দেখিয়েছেন নিজের পুরনো ধার। মাত্র ১৬ রান খরচায় তিনি তুলে নেন ৩ উইকেট। এতেই নতুন কীর্তি গড়লেন এই টাইগার পেসার।
আরও পড়ুন:
» শেফিল্ডের হয়ে মাঠে নেমেই ম্যাচসেরা হলেন হামজা
» অ-১৯ নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (২ ফেব্রুয়ারি ২৫)
এদিকে ৩৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার পথে মোস্তাফিজ পেছনে ফেলেছেন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে। টি-টোয়েন্টিতে ৩২৯ ম্যাচ খেলে আফ্রিদি তার ক্রিকেট ক্যারিয়ারে তুলে নিয়েছেন ৩৪৭ উইকেট। সাবেক এই পাকিস্তানি তারকা ক্রিকেটারের তুলনায় অনেক কম ম্যাচ খেলেই তাকে টপকে গেছেন মোস্তাফিজ।
এছাড়া জাতীয় দলের হয়ে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ ১০৬ ম্যাচে ১৩২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। এই তালিকায় তার ওপরে আছেন সাকিব। তিনি তুলে নিয়েছেন ১৪৯ উইকেট। আর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবার ৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। তার সেরা বোলিং ফিগার ১০ রান খরচায় ৬ উইকেট শিকার। সব মিলিয়ে ২৮১ ম্যাচে ফিঙের নামের পাশে ৩৫১ উইকেট।
বৈশ্বিক ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ১৭তম অবস্থানে উঠে এসেছেন এই টাইগার পেসার। অবশ্য বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় তার ওপরে রয়েছেন সাকিব আল হাসান। সংক্ষিপ্ত এই ফরমেটের ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারে সেরা ৫ জনের মধ্যে রয়েছেন সাকিব।
ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি/এফএএস
