আইপিএল সফর শেষ করে দেশে দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন টাইগার পেসার।
আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে এবারের আসরে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিসিবির অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হয়েছে তাকে।
প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হয় ফিজকে। এরপর এনওসির মেয়াদ আরো ১ দিন বাড়ানো হয়। ফলে গতকাল (১ মে) নিজের শেষ ম্যাচটি খেলে আজ দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান।
শেষ ম্যাচে দল হারলেও বল হাতে দারুন ছিলেন মুস্তাফিজ। চার ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট না পেলেও মাত্র ২২ রান খরচ করেন তিনি। পাশাপাশি একটি মেডেন ওভারও করেন।
মূলত ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজে থাকছেন মুস্তাফিজ। এজন্যই আইপিএলে তাকে ১ মে পর্যন্ত সময় বেধে দেওয়া হয়।
যদিও প্রথম তিনটি টি-টোয়েন্টিতে থাকছেন না ফিজ। শেষ দুই ম্যাচে দলে ফিরতে পারেন তিনি।
চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরে দারুণ পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ। ৯ ম্যাচ খেলে ১৪টি উইকেট শিকার করেছেন তিনি। এতে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। পাশাপাশি জশপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের সমান ১৪ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন কাটার মাস্টার।
এর আগে আইপিএলের মিনি নিলামে ২ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় চেন্নাই। ধোনি-রুতুরাজদের অধীনে প্রথম আসরেই বাজিমাত করেছেন এই বাঁহাতি পেসার।
আরও পড়ুন: মুস্তাফিজকে নিয়ে সুরে সুর মেলালেন রাজা ও শান্ত
ক্রিফোস্পোর্টস/২মে২৪/বিটি