২০২৫ আইপিলের মেগা নিলামে দল পেলেন না মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এছাড়া রিশাদ হোসেনও নিলামে অবিক্রীত থেকেছেন।
মুস্তাফিজের নাম তোলা হয়েছিল নিলামের এক্সিলারেটেড রাউন্ডে। তবে গত আসরে চেন্নাইয়ের জার্সিতে মাঠ মাতানো এই বাঁহাতি পেসারকে দলে নেয়নি কেউ। মুস্তাফিজের কিছুক্ষণ পরেই ডাকা হয় রিশাদ হোসেনের নাম। তবে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই লেগির প্রতিও আগ্রহ ছিল না কোনো ফ্রাঞ্চাইজির।
নিলামে এখন পর্যন্ত এই দুই বাংলাদেশিকেই ডাকা হয়েছে এবং দুজনেই অবিক্রীত থেকেছেন। বাংলাদেশ থেকে সর্বাধিকবার আইপিএলে খেলা সাকিব আল হাসানের নাম এখনো ডাকা হয়নি। এছাড়া লিটন দাস-তাসকিন আহমেদদের নামও ডাকা হয়নি।
আরও পড়ুন:
» সৌম্যদের হারানো গাজানফার চড়া দামে মুম্বাইয়ে
» ওয়ার্নারের পর এবার উইলিয়ামসনও দল পেলেন না
এবারের আইপিএলের মেগা নিলামে বাংলাদেশ থেকে আছেন ১২জন ক্রিকেটার। যাদের মধ্য থেকে দল পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন মুস্তাফিজ। তবে তার গত আসরের ফ্রাঞ্চাইজি চেন্নাইও তাকে দলে নিতে কোনো আগ্রহ দেখায়নি।
আইপিএলের দ্বিতীয় দিনের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ২৫ লাখ রুপিতে দীপক চাহারকে কিনে নিয়েছেন মুম্বাই। আকাশ দীপকে ৮ কোটি রুপিতে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
আরেক পেসার মুকেশ কুমারকে ৮ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে ৭ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।
এদিকে নিউজিল্যান্ডের তিন তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলকে দলে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ভারতের পৃথ্বী শ, মনিশ পান্ডে, আজিঙ্কিয়া রাহানে, শারদুল ঠাকুরের মতো তারকা ক্রিকেটাররা অবিক্রীত।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/বিটি