আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ (শুক্রবার) চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেনাইয়ের হয়ে আজ অভিষেক হয়েছে মুস্তাফিজুরর রহমানের। আর অভিষেক ম্যাচের প্রথম ২ ওভারেই ৪ বিধ্বংসী ব্যাটারকে ফেরালেন ফিজ।
আজ শুক্রবার (২২ মার্চ) চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ফাফ ডু প্লেসির কল্যাণে দারুণ শুরু পায় তারকায় ঠাসা দলটি।
পাওয়ারপ্লের প্রথম চার ওভারেই ৩৭ রান তুলে নেয় বেঙ্গালুরু। পঞ্চম ওভারে আক্রমণে আসেন ফিজ। প্রথম বল ডট দিলেও পরেই বলেই বাউন্ডারি হাকান ডু প্লেসি। তৃতীয় বল সজোরে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ডু প্লেসি। ডিপ পয়েন্ট থেকে দৌড়ে এসে দারুণভাবে বলটি লুফে নেন রাচিন রবীন্দ্র।
নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন রজত পতিদার। ওভারের শেষ বলে উইকেটের পেছনে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।
এরপর ইনিংসের ১২ তম ওভারে দ্বিতীয়বারের মতো আক্রমণে আসেন ফিজ। এই ওভারে দুই বিধ্বংসী ব্যাটার ভিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনকে ফেরান তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৫ উইকেটে ১০২ রান তুলতে সক্ষম হয়েছে বেঙ্গালুরু। আর ২ ওভার বল করে ৭ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন এই বাহাতি পেসার।
আরও পড়ুন: বোলারদের সফলতার দিনে ব্যাট হাতে ব্যর্থ শান্ত-মুমিনুলরা
ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৪/এমটি