গেল রোববার চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় দ্রুত আঘাত পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। মাথায় সেলাই পড়ায় পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে তার। এতে করে কুমিল্লার হয়ে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে না মুস্তাফিজের, এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিপিএলে বিরতির দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে বোলিং করার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য। বোলিং করে রান-আপ প্রান্তে ফিরে যাওয়ার সময় ক্যারিবীয় সতীর্থ ম্যাথু ফর্ডের শট করা বল তার মাথার পেছনে আঘাত করে।
তৎক্ষণাৎ মাটিতে লুটে পড়েন ফিজ। রক্তাক্ত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। পরবর্তীতে মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্টসহ নিউরো সার্জনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে বিসিবি। তার মাথায় ৫টি সেলাই লাগে। বর্তমানে বিশ্রামে আছেন মুস্তাফিজ।
এদিকে আগামী ২৬ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম কোয়ালিফায়ার। মুস্তাফিজ সেই ম্যাচে খেলবেন কিনা সে বিষয়ে দেবাশীষ বলেছেন, ‘মুস্তাফিজের এখনো সেলাই কাটার সময় হয়নি। তাই এই ম্যাচে খেলা হবে না তার। যাতে কোন প্রকার সমস্যা না হয় তাই আমরা ৭ দিনে না খুলে ২/১ দিন সময় বাড়িয়ে দিই। সেই হিসেবে ২৬ তারিখ তাড়াতাড়ি হয়ে যায়।’
দেবাশীষ আরো বলেন, ‘সেলাইটা ৭-১০ দিনের মধ্যে কাটা হয়। আমার গতকালই মনে হয়েছে যে কাটার সময় হয়নি। সার্জনেরও ধারণা ৭ থেকে ১০ দিন লাগবে সেলাই কাটতে। আঘাত লেগেছে ১৮ তারিখ, সেই হিসেবে ২৬ তারিখের আগে কাটলে সেটা একটু তাড়াহুড়ো হয়ে যায়।’
এদিকে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বে কুমিল্লার হয়ে খেলা ৯ ম্যাচে মুস্তাফিজ শিকার করেছেন ১১ উইকেট। প্রথম কোয়ালিফায়ারে খেলতে না পারলেও বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার অথবা ফাইনালে দেখা যেতে পারে মুস্তাফিজকে।
আরও পড়ুন: চোটের কারণে শেষ দ্বিপাক্ষিক সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার
ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এফএএস