Connect with us
ক্রিকেট

জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করল মুস্তাফিজদের চেন্নাই

Mustafiz's Chennai started their IPL journey with a win
উদ্ধোধনী ম্যাচে বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই। ছবি- সংগৃহীত

ভারতে ক্রিকেটের মহোৎসব আইপিএল শুরু হয়েছে আজ (শুক্রবার)। আসরের উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর উদ্ধোধনী ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের জয়ের দিনে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান।

শুক্রবার (২২ মার্চ) চেন্নাইয়ের চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করেছে আরসিভি। জবাবে ৯ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় চেন্নাই।

এদিন ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ফাফ ডু প্লেসির কল্যাণে দারুণ শুরু পায় বেঙ্গালুরু। পাওয়ারপ্লেতে প্রথম চার ওভারেই ৩৭ রান তুলে নেয় তারা। পঞ্চম ওভারে আক্রমণে আসেন ফিজ। আর নিজের প্রথম ওভারেই ডু প্লেসি ও রজত পতিদারকে সাজঘরে ফেরান তিনি।

পরের ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান দীপক চাহার। এরপর এরপর বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন বিপত্তি সামাল দেওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের ১২ তম ওভারে দ্বিতীয়বারের মতো আক্রমণে আসেন ফিজ। ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন কোহলির উইকেট। এক বল পরেই ক্যামেরন গ্রিনকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান এই বাহাতি পেসার।

দলীয় ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে দল যখন মহাবিপদে তখন ম্যাচের হাল ধরেন অনুজ রাওয়াত ও দিনেশ কার্তিক। এই দুই ব্যাটারের ৫০ বলে ৯৫ রানের অপরাজিত জুটিতে ভর করে ১৭৩ রানের পুজি পায় ডু প্লেসির দল। রাওয়াত ২৫ বলে ৪৮ এবং কার্তিক ২৬ বলে ৩৮ রান করেছেন।

চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজুর রহমান ৪ টি এবং দীপক চাহার ১টি উইকেট শিকার করেছেন।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর ৩৭, জাদেজার ২৫, দুবের ৩৪ এবং অন্যান্য ব্যাটারদের ক্যামিয়োতে সহজেই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বেঙ্গালুরুর হয়ে ক্যামেরন গ্রিন ২টি এবং ইয়াশ দায়াল ও কার্ন শর্মা ১টি করে উইকেট শিকার করেছেন।

আরও পড়ুন: আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ করলেন মুস্তাফিজ 

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট