Connect with us
ক্রিকেট

গুজরাটকে হারিয়ে টানা দ্বিতীয় জয় মুস্তাফিজদের

IPL_CSK vs GT
৬৩ রানে জয় পেয়েছে চেন্নাই। ছবি- সংগৃহীত

আইপিএলের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। এ ম্যাচে গুজরাটকে ৬৩ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। 

মঙ্গলবার (২৬ মার্চ) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২০৬ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে ১৪৩  রান সংগ্রহ করতে সক্ষম হয় গুজরাট টাইটান্স।

এদিন শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের কল্যাণে দারুণ শুরু পায় চেন্নাই। উদ্বোধনীতে ৩২ বলে ৬২ রান যোগ করেন রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গায়কোয়াড়।  এরপর রুতুরাজ গায়কোয়াড় ও আজিঙ্কা রাহানে মিলে আরো ৪২ রান যোগ করেন।

পরবর্তীতে শিবম দুবে ও ড্যারিল মিচেলদের ব্যাটে ভর করে ২০৬ রানের বিশাল পুজি পায় চেন্নাই। দলের হয়ে রাচিন ৪৬, রুতুরাজ ৪৬, দুবে ৫১ এবং মিচেল ২৪ রান করেছেন। গুজরাটের হয়ে রশিদ খান ২টি এবং তিনজন বোলার ১টি করে উইকেট শিকার করেছেন।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করে গুজরাটের দুই ওপেনার। তবে ইনিংস বড় করতে পারেননি কেউ। মাঝে সাউ সুদর্শন দেখেশুনে এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে আসা-যাওয়ার মধ্যে থাকে গুজরাটের ব্যাটাররা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় গত আসরের রানার্সআপরা।দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন সাই সুদর্শন। এছাড়া ২১ রান করেছেন ডেভিড মিলার।

চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন দীপর চাহার, মুস্তাফিজুর রহমান এবং তুষার দেশপান্ডে।

সংক্ষিপ্ত স্কোর:

চেন্নাই সুপার কিংস: ২০৬/৬ (২০ ওভার)

গুজরাট টাইটান্স: ১৪৩/৮ (২০ ওভার)

ফলাফল: চেন্নাই ৬৩ রানে জয়ী

আরও পড়ুন: আইপিএল: পাঞ্জাবকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিল বেঙ্গালুরু 

ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট