Connect with us
ক্রিকেট

এলপিএলে নতুন নামে মুস্তাফিজের দল, কাটল অনিশ্চয়তা

Mustafiz's team with a new name in the LPL, the uncertainty was cut
নতুন মালিকানা পেয়েছে ডাম্বুলা। ছবি- সংগৃহীত

অবশেষে নতুন মালিকানা পেল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মুস্তাফিজদের ফ্রাঞ্চাইজি ডাম্বুলা। আজ বুধবার (৫ জুন) ফ্রাঞ্চাইজিটির নতুন মালিকানার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এতে আসন্ন এলপিএলে মুস্তাফিজদের খেলা নিয়ে কোনো শঙ্কা রইল না।

গত এপ্রিলে ডাম্বুলা ফ্রাঞ্চাইজির মালিকানা কিনে নেন দুই বাংলাদেশি গোলাম রাকিব ও তামিম রহমানের যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। তবে গত ২১ মে নিলামের পরদিন দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন ফ্রাঞ্চাইজিটির সহ-মালিক তামিম রহমান। যে কারণে  ফ্রাঞ্চাইজিটির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে লঙ্কান বোর্ড।

এতে মুস্তাফিজদের খেলা নিয়ে কিছুটা শঙ্কা জেগেছিল। তবে এ বিষয়ে এলপিএল কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি খোঁজা হবে। নতুন ফ্রাঞ্চাইজি না পেলে তারাই দল চালাবে। পরবর্তীতে এ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় তারা। নতুন ফ্রাঞ্চাইজির পরিবর্তে আগের ফ্রাঞ্চাইজির জন্য নতুন মালিক খুজতে শুরু করে কর্তৃপক্ষ।

নতুন করে ডাম্বুলার মালিকানা কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ভিত্তিক একটি ইঞ্জিনিয়ারিং কনসালটিং ফার্ম। যার বড় অংশের শেয়ারের মালিক শ্রীলঙ্কার স্থানীয় প্রিয়াঙ্গা ডি সিলভা। তার মালিকানাধীন কোম্পানি ‘ডি সিলভা হোল্ডিং’ এর অধীনে এবারের আসর খেলবে ডাম্বুলা।

নতুন মালিকানার অধীনে নতুন নামও পেয়েছে ডাম্বুলা। বর্তমান নাম ডাম্বুলা সিক্সার্স যা আগে ছিল ডাম্বুলা থান্ডার্স।

ডাম্বুলা ফ্রাঞ্চাইজি দিয়ে প্রথমবারের মতো এলপিলে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা।

আগামী ১ জুলাই থেকে মাঠে গড়াবে এলপিএলের পঞ্চম আসর। ৫টি দলের অংশগ্রহণে তিনটি পৃথক ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যার পর্দা নামবে ২১ জুলাই।

আরও পড়ুন: যা চিন্তাও করেননি তাই হলো নোভাক জকোভিচের সঙ্গে

ক্রিফোস্পোর্টস/৫জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট