Connect with us
ক্রিকেট

এলপিএলে খরুচে বোলিংয়ের পরেও জিতেছে মুস্তাফিজের দল

মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে গেল রাতে মাঠে নেমেছিল মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা থান্ডার্স। এদিন দুই দলের মধ্যে সবথেকে বেশি রান খরচা করেছেন মুস্তাফিজ। অবশ্য ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করতে না পারলেও টানা তিন হারের পর জয়ের মুখ দেখল তার দল ডাম্বুলা থান্ডার্স। এদিন তার প্রতিপক্ষ হিসেবে খেলেছেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ।

এলপিএলে এদিন টস জিতে কলম্বো স্ট্রাইকার্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ডাম্বুলা থান্ডার্স। প্রথমে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় কলম্বো। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৫ রান। যার মধ্যে সর্বোচ্চ ৫৩ রান একাই দেন মুস্তাফিজুর রহমান। অবশ্য বড় স্কোর তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় তার দল ডাম্বুলা থান্ডার্স।

এদিন পাওয়ার প্লে থেকেই বোলিং করতে আসেন ফিজ। কলম্বো স্ট্রাইকার্সের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন মোহাম্মদ নবী। প্রথম ওভারে ছক্কা খাওয়ার পরেও খুব একটা হতাশ করেননি তিনি। সেই ওভার থেকে দিয়েছেন মোটে ৭ রান। নিজের দ্বিতীয় ওভারে আরো দুটি বাউন্ডারি হজম করেও মুস্তাফিজ দিয়েছেন ৯ রান।

এদিন প্রথম দুই ওভারে তুলনামূলক ভালো বল করলেও পরবর্তী দুই ওভারে মুস্তাফিজ রান দিয়েছেন হাত খুলে। ইলিংসের ১৭ এবং ১৯ তম ওভারে বল করতে এসে সমর্থকদের করেছেন হতাশ। নিজের তৃতীয় ওভারে খরচ করেন ১৭ রান। এরপর শেষ ওভারে ৩ ছক্কা হজম করে রান দেন ২০। সব মিলিয়ে ৪ ওভারে ৫৩ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি মুস্তাফিজ।

অপরদিকে সেই তুলনায় ম্যাচ হারলেও ভালো বোলিং করেছেন তাসকিন আহমেদ। চার ওভারে ৪৫ রান খরচায় তিনি তুলে নিয়েছেন প্রতিপক্ষের ২ উইকেট। ১৭ ওভার ৫ বলে কলম্বো স্ট্রাইকার্সের দেয়া লক্ষ্য পূরণ করে ফেলে ডাম্বুলা থান্ডার্স। এদিন ডাম্বুলার হয়ে ফিফটি হাকানো রেজা হ্যান্ড্রিক্স ও কুশল পেরেরার উইকেট তুলে নিয়েছেন তাসকিন।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে নতুন পাক কোচের ভাবনা

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট