বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর আবিষ্কার মুস্তাফিজুর রহমান। তার কাটার-স্লোয়ারে বাইশ গজে কুপোকাত হয়েছেন বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটার। কয়েক বছর আগেও বাংলাদেশ যখন বড় দলগুলোকে বলে-কয়ে হারিয়ে দিচ্ছিলো—এমন শক্তির পেছনের নায়ক ছিলেন এই কাটার মাস্টার। তার বোলিং নিয়ে অনেক বিশ্লেষণ, পড়াশুনা হয়েছে, এখন সেই কাটারে ধারও কমেছে। নিজের আবারও ফিরে পাওয়ার চেষ্টায় ঘাম ঝড়াচ্ছেন ফিজ।
দলে অটো চয়েজ থাকা মুস্তাফিজ এখনো কিছুটা আড়ালে রয়েছেন। এর পেছনের কারণ নিজেকে খুঁজে পাওয়ার মিশন, দ্বিতীয়টি—পরিবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেও নেই তিনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন মুস্তাফিজ।
দল যখন ক্যারিবীয় দ্বীপে দীর্ঘ ১৫ বছর পরে টেস্ট জয়ের আনন্দে তখন দেশবাসীকে নিজের সুখবরটিও জানিয়েছেন ফিজ। প্রথম সন্তানের বাবা হয়েছেন মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন :
» ট্রফি নিয়ে চা বাগানে কারা, শ্রমিক নাকি অধিনায়ক?
» ক্লাব বিশ্বকাপ: নেইমার-মেসির দল খেললেও নেই রোনালদোর আল নাসর
» বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ শেষে যা বললেন কোচ আলী সুজেইন
নিজের ফেসবুক পেজে সুখবরটি জানিয়েছেন তিনি। বাবা হয়েই সন্তানের জন্য দোয়া চাইলেন মুস্তাফিজুর রহমান।
বুধবার এক বার্তায় তিনি লিখেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের জন্য দোয়া করবেন।’
ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ২০১৯ সালের ২৩ মার্চ দাম্পত্য জীবন শুরু করেন। বিয়ের বাঁধনে বাঁধা পড়েন নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে।
টাইগারদের এই পেস বোলার লাল-সবুজের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন এক মাস আগে আফগানিস্তানের বিপক্ষে।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৪/এসএ