Connect with us
ক্রিকেট

আইপিএল নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান

Mustafizur Rahman
মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

অবশেষে দল পেলেন মুস্তাফিজুর রহমান। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে তাকে দলে ভিড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিজ।

আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। নিলামের শুরুতেই তাকে নিয়ে বিট করে চেন্নাই। পরবর্তীতে কোন দল আগ্রহ না দেখানোয় ২ কোটি রুপিতেই তাকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেকর পর থেকে চারটি ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন ফিজ। প্রথম দুই মৌসুম হায়দরাবাদের হয়ে খেলার পর ২০১৮ সালে তাকে দলে ভেড়ায় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

পরবর্তীতে ২০২১ সালে রাজস্থান রয়েলসে যোগ দেন মুস্তাফিজ। সেখানে এক মৌসুম খেলে ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন এই পেসার। কিন্তু আসন্ন আসরে তাকে ছেড়ে দেয় ফ্রাঞ্চাইজিটি। এরপর নিলামে নাম দেন ফিজ।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের হয়ে এবারই প্রথম মাঠ মাতাবেন মুস্তাফিজ। এর আগে আইপিএলে মোট ৪৮টি ম্যাচ খেলে ৪৭টি উইকেট শিকার করেছেন ফিজ।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে ৬ জন বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিল তিনজন। তবে শেষ মহূর্তে এসে চূড়ান্ত তালিকা থেকে সরিয়ে নেওয়া হয় তাসকিন ও শরিফুলের নাম। ফলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলামে ছিলেন ফিজ।

আরও পড়ুন: আইপিএলের নিলামে ইতিহাস গড়ে কলকাতায় মিচেল স্টার্ক

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট