আগামী শুক্রবার (২২ মার্চ) পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭ তম আসরের। এবারের আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান।
টুর্নামেন্টটি তে অংশ নিতে আজ (মঙ্গলবার) চেন্নাইয়ের পথে উড়াল দিয়েছেন ফিজ। ইতিমধ্যে চেন্নাই শিবিরে পৌঁছে গেছেন তিনি। সেখানে তাকে স্বাগত জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
মুস্তাফিজের পৌঁছানোর বিষয়টি প্রথমে নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। এরপর মুস্তাফিজও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় একটি স্বাগত কার্ড হাতে দাঁড়িয়ে আছেন তিনি। পোস্টের ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে পৌঁছেছি।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক হয় মুস্তাফিজের। অভিষেক আসরে ১৭ টি উইকেট শিকার করেছিলেন কাটার মাস্টার। হায়দরাবাদের শিরোপা জয়ে অবদান রেখে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান তিনি।
আইপিএলে ইতোমধ্যে চারটি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। হায়দরাবাদের পর তিনি পাড়ি জমান মুম্বাই ইন্ডিয়ান্সে। এরপর রাজস্থান রয়্যালস এবং সবশেষ দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার।
এবারের আসরে তার নতুন দল সফলতম ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ে মুস্তাফিজ ছাড়া বিদেশি বোলারদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার ‘বেবি মালিঙ্গা’ খ্যাত মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা। তবে সাম্প্রতিক কালে মুস্তাফিজ খুব একটা ছন্দে নেই। যার ফলে মূল একাদশে তার সুযোগ পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তবে ইনজুরির কারণে শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করতে পারেন পাথিরানা। ফলে মুস্তাফিজের সামনে সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার।
আগামী ২২ মার্চ উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন: যে বার্তা দিয়ে আইপিএল খেলতে ভারত গেলেন মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এমটি