লাল বলের ক্রিকেট থেকে অনেক আগেই সরে দাঁড়িয়েছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। তবে এবার ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট নিবেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবির অবসরের বিষয়টি।
৫০ ওভারের এই সংস্করণ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি ইতোমধ্যেই এসিবিকে জানিয়েছেন নবি। বোর্ডও তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন এই বাঁ-হাতি এই অলরাউন্ডার।
নবির অবসর বিষয়ে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে সরে দাঁড়াবে। ইতোমধ্যেই বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার ইতি টানতে চায়। আমরাও তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।’
তবে ওয়ানডে থেকে সরে দাঁড়ালেও টি-টি-টুয়ান্টি চালিয়ে যাবেন নবি। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেন আফগান এই সাবেক ক্রিকেটার। এই প্রসঙ্গে নাসিব বলেন,’ চ্যাম্পিয়নস ট্রফির পর আমার ধারণা সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবে। আপাতত এটাই তার ক্যারিয়ারের পরবর্তী পরিকল্পনা।’
২০০৯ সালের এপ্রিলে বেনোনিতে স্কটল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় নবির। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ১৬৫ ম্যাচে এই সংস্করণে আফগানিস্তানের জার্সি পড়ে মাঠে নেমেছেন তিনি। ব্যাট হাতে করেছেন হাজার ৫৪৯ রান। ২ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। এছাড়াও বল হাতে ১৭১ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা এই অলরাউন্ডার।
আরও পড়ুন: আপাতত বিয়ের চিন্তা বাদ দিয়ে ফুটবলে মনোনিবেশ করতে চান সাবিনা
ক্রিফোস্পোর্টস/৮ নভেম্বর ২৪/এইচআই