Connect with us
ক্রিকেট

আগের চেয়ে পরিণত নাঈম, উড়ন্ত ছন্দে ফিরবেন জাতীয় দলে?

Naim Sheikh in domestic cricket
ডিপিএলে নাঈম শেখ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের হয়ে নাঈম শেখ শেষবার খেলেছিলেন ২০২২ সালে। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই ওপেনার ঘরোয়া লিগে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। সাম্প্রতিক সময়ে তার ব্যাটে রানের জোয়ার দেখা যাচ্ছে, যা তাকে আবারও জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

গত বিপিএলে খুলনার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম। একই ধারাবাহিকতা বজায় রেখে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন। এখন পর্যন্ত ৭ ম্যাচে করেছেন ৪৫৯ রান, স্ট্রাইক রেটও নজরকাড়া (প্রায় ১২১)। ফর্মের এই ধারাবাহিকতা তাকে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছে।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে নাঈম লিখেছিলেন, তিনি ডিপিএলে ১০০ চার ও ৫০ ছক্কার লক্ষ্য স্থির করেছেন। সেই চ্যালেঞ্জে সফল হতে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিচ্ছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। শাইনপুকুরের বিপক্ষে ৬৪ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর তিনি জানান, আগের মতো ৪০-৫০ রান করে থামতে চান না। বরং ইনিংস বড় করাই তার নতুন লক্ষ্য।


আরও পড়ুন:

» আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, স্কোয়াডে বড় পরিবর্তন

» উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের পথে এগিয়ে গেল আর্জেন্টিনা


নাঈমের কথায় তার মানসিক পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। তিনি বলেন, ‘আগে ৫০০-৬০০ রান করলেও সিঙ্গেল বেশি থাকত, বাউন্ডারি কম মারতাম। এবার ব্যক্তিগতভাবে লক্ষ্য ঠিক করেছি ১০০ বাউন্ডারি ও ৫০ ছক্কা মারার। চেষ্টা থাকবে লক্ষ্য পূরণ করার।’ তার এই দৃষ্টিভঙ্গি তাকে আরও আগ্রাসী এবং আত্মবিশ্বাসী ব্যাটার হিসেবে গড়ে তুলছে।

জাতীয় দলের হয়ে ৩৫ টি-টোয়েন্টিতে ৮১৫ রান, ৮ ওয়ানডেতে ৯৫ রান ও একমাত্র টেস্টে ২৪ রান করা নাঈম আন্তর্জাতিক ক্রিকেটে এখনও বড় কিছু করে দেখাতে পারেননি। তবে এবার তার ব্যাটিংয়ে যে পরিবর্তন এসেছে, সেটি তাকে নতুন সুযোগ এনে দিতে পারে। বদলে যাওয়া নাঈম শেখ কি এবার জাতীয় দলে ফিরতে পারবেন? উত্তর মিলবে খুব শিগগিরই।

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট